সিলেটের কাছে ৬ উইকেটে হেরে রংপুরের টানা ৩ হার

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সিলেটের কাছে ৬ উইকেটে হেরে রংপুরের টানা ৩ হার

সিলেটের কাছে ৬ উইকেটে হেরে রংপুরের টানা ৩ হার

সিলেটের কাছে ৬ উইকেটে হেরে রংপুরের টানা ৩ হার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট টাইটান্স ৬ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্সকে। এই নিয়ে টানা ৩ হারের মুখ দেখলো রংপুর।\

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে শুরুতে রংপুর রাইডার্স ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৪ রানে অলআউট হয়। সিলেট টাইটান্স সহজভাবে ১১৭ রানের লক্ষ্য পূরণ করে ১৭.৩ ওভারে। ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে সিলেট।

রংপুর রাইডার্সের শুরুটা হতাশাজনক ছিল। ওপেনার তাওহিদ হৃদয় মাত্র ৪ রান করে এলবিডব্লিউ আউট হন। কাইল মায়ার্স ০ রানে ফেরেন। লিটন দাস ২২ রানে কিছুটা লড়াই করেন, কিন্তু দলের লক্ষ্য থেকে অনেক দূরে থেকে যায়। খুশদিল শাহ ৩০ রান করেন। শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদ খেলেন ২৯ রানপর ইনিংস।তবে অন্যান্য ব্যাটারদের ব্যর্থতার কারণে রাইডার্স নির্ধারিত ২০ ওভারও খেলতে পারেনি।

সিলেট টাইটান্স বোলারদের মধ্যে শহিদুল ইসলাম ৩ উইকেট নেন। নাসুম আহমেদ ৩ উইকেট নেন মাত্র ১৯ রান খরচা করে। তাছাড়া মঈন আলী ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ২ উইকেট নেন।

রান তাড়া করতে নামা সিলেট টাইটান্সের ব্যাটাররা নিখুঁত শুরু করেন। তাওফিক খান মাত্র ১৯ বলে ৩৩ রানে আউট হলেও, পারভেজ হোসেন ইমন শেষ পর্যন্ত লড়াই করেন। আরিফুল ইসলাম করেন ২১ রান। আফিফ আউট হন ১২ রান করে। নাহিদ রানা ১ ওভারে ২ উইকেট তুলে নিলেও পারভেজ ইমন ছক্কা মেরে ম্যাচ শেষ করেন। ৪১ বল খেলে ৫২ রান করে অপরাজিত থাকেন তিনি।