Image

তাওহীদ হৃদয়ের আবার শাস্তি; হাস্যকর বলছেন তামিম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
তাওহীদ হৃদয়ের আবার শাস্তি; হাস্যকর বলছেন তামিম

তাওহীদ হৃদয়ের আবার শাস্তি; হাস্যকর বলছেন তামিম

তাওহীদ হৃদয়ের আবার শাস্তি; হাস্যকর বলছেন তামিম

ছুটির দিনে হঠাৎ করেই জমজমাট হয়ে ওঠে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সকাল থেকে একে একে বিসিবি কার্যালয়ে হাজির হতে থাকেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার। নিজেদের মধ্যে প্রথমে এক দফা আলোচনা শেষে পরে তাঁদের সঙ্গে যোগ দেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। 

বৈঠক শেষে মুখ খুললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সম্প্রতি প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে এলেন তিনি, আর এলেন একরাশ ক্ষোভ নিয়ে।

বিশেষ করে ডিপিএলে আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোয় তাওহীদ হৃদয়ের শাস্তির প্রক্রিয়া নিয়েই তামিমের অভিযোগ সবচেয়ে তীব্র। তাঁর দাবি, একই ঘটনায় বোর্ড দুবার ভিন্ন সিদ্ধান্ত নেওয়ায় বিষয়টি রীতিমতো ‘হাস্যকর’।

তামিম বলেন, "তার (হৃদয়ের) যে শাস্তিটা ছিল, সেটা কিন্তু সে ভোগ করেছে। এখন দুটি ম্যাচ খেলার পর কাল শুনলাম, তাকে আবার বহিষ্কার করেছে। এটা কোন আইনে, কীভাবে করেছে, এটা আমার জানা নেই। এটা খুবই হাস্যকর, কোনোভাবেই সে আবার বহিষ্কার হতে পারে না। যাকে বিসিবি দুই ম্যাচ খেলতে দিয়েছে, তাকে আবার কীভাবে বহিষ্কার করে?"

এ ছাড়া ডিপিএলে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠার পর অভিযুক্তদের দিয়ে সেই মুহূর্ত অভিনয় করিয়ে নেওয়া এবং বিপিএলের ফিক্সিং সংক্রান্ত তথ্য গণমাধ্যম পর্যন্ত পৌঁছে যাওয়া নিয়েও প্রকাশ করেন অসন্তোষ। তামিম মনে করেন, এসব ঘটনায় বোর্ডের আচরণ প্রশ্নবিদ্ধ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three