Image

রোহিত, কোহলির ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চান না গম্ভীর

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রোহিত, কোহলির ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চান না গম্ভীর

রোহিত, কোহলির ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চান না গম্ভীর

রোহিত, কোহলির ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চান না গম্ভীর

বর্ডার গাভাস্কার ট্রফিতে ব্যাটে রান ছিলনা অধিনায়ক রোহিত শর্মা ও ভিরাট কোহলির। এমনকি অফফর্মে থাকায় শেষ ম্যাচে একাদশ থেকে সরেও দাঁড়িয়েছেন রোহিত। অবশ্য শুধু অজি সিরিজে নয় সাম্প্রতিক সময়ে রোহিত-ভিরাটের ফর্মটা ভারতের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই মনে করছেন অবসর নেয়া উচিৎ এই দুই ব্যাটারের। এবার রোহিত- ভিরাটের অবসর প্রসঙ্গে মুখ খুলেছেন দলটির প্রধান কোচ গৌতম গম্ভীর। 

সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোহিত-কোহলি প্রসঙ্গে গৌতম গম্ভীর বলেন, "আমি কোনো ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারি না। এটি তাদের ওপর নির্ভর করে। আমি শুধু এটুকু বলতে পারি– তাদের (রোহিত-কোহলি) এখনও জয়ের ক্ষুধা আছে, খেলার প্রতিও তারা যথেষ্ট আবেগী। তারা শক্ত মানুষ। আশা করি তারা এমন মানসিকতা ধরে রাখবে। কিন্তু আমরা সবাই জানি তারা যে পরিকল্পনা–ই করবে, সেটি হবে দলের জন্য উত্তম।"

রোহিতের একাদশ থেকে সরে আসার ব্যাপারে গম্ভীর বলেন, "এ প্রসঙ্গে অনেক প্রতিবেদন হয়েছে, অনেক কথা বলা হচ্ছে। অন্তত আমাদের এক্ষেত্রে কিছুটা নমনীয় হওয়া দরকার ছিল। যদি কোনো অধিনায়ক কিংবা কোনো নেতা যদি দলকে সামনে রেখে এমন সিদ্ধান্ত নেয়, তাতে আমি ভুল কিছু দেখি না। তবুও বিষয়টি নিয়ে অনেক অনেক বেশি আলোচনা করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে বিষয়টাই এমন যে, এখানে দলই সবকিছুর ঊর্ধ্বে, দেশই সবচেয়ে গুরুত্বপূর্ণ।"

ড্রেসিং রুমের খেলোয়াড়রা দলের প্রতি অবদান রাখতে চায় জানিয়ে কোচ বলেন, "প্রত্যেকেই তার নিজের কাজটা জানে এবং পেশা হিসেবে এখানে ভালো করতে সর্বোচ্চ পরিশ্রম দিয়ে যায়। তাই এটি আমার কিংবা আপনার দল নয়, দেশের দল। আমাদের ড্রেসিংরুমে অনেক সৎ ক্রিকেটার আছে যাদের ভালো করার ক্ষুধা আছে এবং সেটি মাথায় রেখে দলের জন্য অবদান রাখতে চায়। এক্ষেত্রে আমি নির্দিষ্ট কাউকে এগিয়ে রাখি না। কারও অভিষেক হচ্ছে, কেউবা ১০০ টেস্ট খেলে ফেলেছে ইতোমধ্যে, সবার প্রতিই আমার দৃষ্টি সমান।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three