Image

পিএসএল ড্রাফটের আগে রিটেইন প্লেয়ারদের তালিকা প্রকাশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পিএসএল ড্রাফটের আগে রিটেইন প্লেয়ারদের তালিকা প্রকাশ

পিএসএল ড্রাফটের আগে রিটেইন প্লেয়ারদের তালিকা প্রকাশ

পিএসএল ড্রাফটের আগে রিটেইন প্লেয়ারদের তালিকা প্রকাশ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১১ জানুয়ারি। তার আগে ছয়টি ফ্র্যাঞ্চাইজি কোন কোন খেলোয়াড়কে এই আসরের জন্য ধরে রাখবে সেই তালিকা নিশ্চিত করেছে। 

পিএসএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কাছে তাদের আগের আসরের দল থেকে সর্বোচ্চ আটজন খেলোয়াড় ধরে রাখতে পারতো। তিনটি ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেড, কোয়েট্টা গ্ল্যাডিয়েটরস, লাহোর কালান্দার্স সেটাই করেছে। আর করাচি কিংস, মুলতান সুলতানস এবং পেশোয়ার জালমি প্রত্যেকে সাতজন খেলোয়াড় ধরে রেখেছে।

ইসলামাবাদ ইউনাইটেড (৮)- 
শাদাব খান, নাসিম শাহ, ইমাদ ওয়াসিম, আজম খান, সালমান আলী আগা, হায়দার আলি, কলিন মুনরো এবং রুমান রাইস। 

কোয়েট্টা গ্ল্যাডিয়েটরস (৮)- 
আবরার আহমেদ, মোহাম্মদ আমির, রাইলি রুশো, আকিল হোসেন, সৌদ শাকিল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, খাজা নাফে, এবং উসমান তারিক।

লাহোর কালান্দার্স (৮)- 
শাহীন শাহ আফ্রিদি, ফখর জামান, হারিস রউফ, সিকান্দার রাজা, আবদুল্লাহ শফিক, জাহানদাদ খান, জামান খান, ডেভিড ভিসা। 

করাচি কিংস (৭) -
হাসান আলি, জেমস ভিন্স, মোহাম্মদ ইরফান খান,  শান মাসুদ,  আরাফাত মিনহাস, টিম সেইফার্ট এবং জাহিদ মেহমুদ। 

মুলতান সুলতানস (৭)-
মোহাম্মদ রিজওয়ান, উসামা মীর, ডেভিড উইলি, ইফতিখার আহমেদ, উসমান খান, ক্রিস জর্ডান এবং ফয়সাল আকরাম।

পেশোয়ার জালমি (৭)- 
বাবর আজম, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, আরিফ ইয়াকুব, মেহরান মুমতাজ, সুফিয়ান মোকিম, আলী রাজা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three