তামিম ইকবালের ৮৬ রানের ইনিংসে বরিশাল জিতল ৭ উইকেটে
তামিম ইকবালের ৮৬ রানের ইনিংসে বরিশাল জিতল ৭ উইকেটে
তামিম ইকবালের ৮৬ রানের ইনিংসে বরিশাল জিতল ৭ উইকেটে
বিপিএলের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর ১৯৭ রান টপকে যায় ফরচুন বরিশাল। আজও ফুল পয়েন্ট পেল তামিমের বরিশাল। তবে খুব কাছে থেকেও সেঞ্চুরি হল না তামিমের। ছক্কা হাঁকিয়ে দলকে ১৫ বল আগেই এনে দেন ৭ উইকেটের জয়। তামিম ইকবাল অপরাজিত থাকেন ৮৬ রানে। এক ম্যাচ হারের পর জয়ে ফিরল ফরচুন বরিশাল।
তামিম ইকবাল তার ইনিংসের শুরুটা দেখে-শুনে করলেও থিতু হয়ে চালান তাণ্ডব। ২৮ বলে পঞ্চাশ রান পূর্ণ করে তামিম ইকবাল অপরাজিত থাকেন ৮৬ রানে। ৪৮ বল খেলে ১১ চার ও ৩ ছক্কায় এই ইনিংস সাজান তামিম। শেষদিকে তাকে সঙ্গদ দেওয়া মুশফিকুর রহিমের ব্যাট থেকে ২৪ বলে আসে ৩৪ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দুর্বার রাজশাহী পায় ৩০ রান। এরপর জিশান আলমের সঙ্গী হন অধিনায়ক এনামুল হক বিজয়। এই জুটিতে যোগ হয় ৫৫। বিপিএলে টানা দুই ডাকের পর আজ রানে ফেরেন জিশান আলম।
দাপুটে ব্যাটিংয়ে ইনিংস বড় করার পথেই ছিলেন জিশান। তবে ফাহিম আশরাফ বল হাতে অ্যাকশনে আসতেই জিশানকে ক্যাচ বানান উইকেটকিপারের গ্লাভসে। ২৭ বল খেলা জিশানের ব্যাটে বিপিএলের সর্বোচ্চ ৩৮ রান। এরপর ইয়াসির আলি চৌধুরী রাব্বির ব্যাট থেকে আসে ৩৭ রান। এনামুল বিজয়ও যেতে পারেননি ফিফটি পর্যন্ত, ব্যক্তিগত ৩৯ রানে স্টাম্প হারান শাহীন শাহ আফ্রিদির ডেলিভারিতে।
ইনিংসের শেষ দিকে রায়ান বার্ল ১০, আকবর আলি ৯ বলে ১৫ রান করে দুর্বার রাজশাহীকে এনে দেন ১৬৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ।
লক্ষ্য তাড়ায় নেমে প্রীতম কুমার আর তামিম ইকবালের ওপেনিং জুটির ধীরগতির শুরু। ইনিংসের ৪র্থ ওভারের প্রথম ডেলিভারিতে মোহর শেখ ভাঙেন ৯ বলে ৩ রান করা প্রীতম কুমারের স্টাম্প। তিনে নামা কাইল মায়ের্স রীতিমতো ভয়ংকর হয়ে উঠেন সিলেটের মাঠে। তাকেও অবশ্য দ্রুত বিদায় করেন মোহর শেখ। দারুণ এক ডেলিভারিতে আরও এক বোল্ড। পাওয়ার প্লের আগেই প্যাভিলিয়নে ফেরা মায়ের্স ১১ বলে করেন ২৪ রান।