Image

দক্ষিণ আফ্রিকার ১০ উইকেটের জয়ে হোয়াইটওয়াশ পাকিস্তান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দক্ষিণ আফ্রিকার ১০ উইকেটের জয়ে হোয়াইটওয়াশ পাকিস্তান

দক্ষিণ আফ্রিকার ১০ উইকেটের জয়ে হোয়াইটওয়াশ পাকিস্তান

দক্ষিণ আফ্রিকার ১০ উইকেটের জয়ে হোয়াইটওয়াশ পাকিস্তান

দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের দুটি টেস্টই জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে প্রোটিয়ারা। প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে পড়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসে বড় রান করেও শেষ রক্ষা পায়নি।

কেপ টাউনে টসে জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটনের ২৫৯ রানের সুবাদে ৬১৫ রানের পাহাড় জমা করে প্রোটিয়ারা। রিকেলটনের ইনিংসে ছিলো ২৯ টি চার ও ৩ টি ছক্কা। অধিনায়ক টেম্বা বাভুমা করেন ১০৬ রান। কাইল ভেরেনে খেলেন ১০০ রানের ইনিংস। 

পাকিস্তানের পক্ষে ৩ টি করে উইকেট পান সালমান আঘা এবং মোহাম্মদ আব্বাস। ২ টি করে উইকেট শিকার করেন মীর হামজা এবং খুররাম শাহজাদ।

এদিকে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৯৪ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন বাবর আজম। ৪৬ রান করেন মোহাম্মদ রিজওয়ান। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ টি উইকেট নেন কাগিসো রাবাদা, ২ টি করে উইকেট নেন কিওয়েনা মাফাকা এবং কেশব মহারাজ।

ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারো ব্যাটিংয়ে নামে পাকিস্তান। শান মাসুদের ১৪৫ এবং বাবর আজমের ৮১ রানে দ্বিতীয় ইনিংসে ৪৭৮ রান করে পাকিস্তান। সালমান আঘা করেন ৪৮ এবং মোহাম্মদ রিজওয়ান করেন ৪১ রান।

দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নেন কাগিসো রাবাদা, ২ উইকেট নেন মার্কো ইয়ানসেন, ৩ উইকেট নেন কেশভ মাহারাজ, ১ উইকেট নেন কিউয়েনা মাফাকা।

দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৮ রানের লক্ষ্য দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার। যা ডেভিড বেডিংহ্যাম ৩০ বলে ৪৭ এবং এইডেন মারক্রাম ১৩ বলে ১৪ রান করে পাড়ি দেন মাত্র ৭.১ ওভারে। ম্যাচ সেরা হন রিকেলটন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three