Image

৯৯৯৯ রানে আটকে রইলেন স্টিভ স্মিথ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
৯৯৯৯ রানে আটকে রইলেন স্টিভ স্মিথ

৯৯৯৯ রানে আটকে রইলেন স্টিভ স্মিথ

৯৯৯৯ রানে আটকে রইলেন স্টিভ স্মিথ

সিডনি টেস্টে ভারতের আত্মসমর্পণ, ১০ বছর পর বর্ডার-গাভাস্কার ট্রফি জিতল অস্ট্রেলিয়া। তবে ১ রানের জন্য এদিন টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারলেন না অজি তারকা ব্যাটার স্টিভ স্মিথ। সিরিজ শেষ; এদিকে টেস্ট ক্যারিয়ারে ৯৯৯৯ রানে থমকে রইলেন স্মিথ।

টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়া হল না অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের। ৯৯৯৯ রান নিয়ে স্মিথকে তাই অপেক্ষাতেই থাকতে হল। ১০,০০০ ক্লাবের ১৫তম ব্যাটার হওয়ার পরবর্তী সুযোগের জন্য স্মিথকে এই মাসের শেষের দিকে গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।

টস্টে আর ১ রান করতে পারলেই অ্যালান বর্ডার, স্টিভ ওয়াহ এবং রিকি পন্টিংয়ের পর স্মিথ হবেন ১০ হাজার রানের ক্লাবে যাওয়া চতুর্থ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। মাহেলা জয়াবর্ধনের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে ৯৯৯৯ রানে হলেন স্মিথ। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে মাহেলাও ১ রানের জন্য থাকেন মাইলফলক ছোঁয়ার অপেক্ষায়। 

স্মিথের আসন্ন শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে। প্যাট কামিন্স তার দ্বিতীয় সন্তানের জন্মের জন্য ছুটি নিয়ে একটি টেস্ট মিস করতে পারেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three