জেসন রয়, সাব্বির, সোহানকে নিয়ে ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালস
জেসন রয়, সাব্বির, সোহানকে নিয়ে ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালস
জেসন রয়, সাব্বির, সোহানকে নিয়ে ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালস
বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে কোনো ঝলক দেখাতে পারেনি। আজ শুরু হচ্ছে তাদের সিলেট পর্ব, প্রতিপক্ষ টানা চার জয়ে টেবিল টপে থাকা রংপুর রাইডার্স। দুই দলের আগের দেখায় বড় ব্যবধানেই জিতে রংপুর। আজ ঢাকার জন্য একসাথে ঘুরে দাঁড়ানো ও প্রতিশোধের মঞ্চ। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলে যুক্ত হয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ওপেনার জেসন রয়। সকালে সিলেটে পৌঁছে দুপুরেই খেলতে নেমে গেলেন ম্যাচ। প্রথম তিন ম্যাচের একটিতেও না খেলা সাব্বির রহমান আজ ফিরলেন ঢাকার ইলেভেনে।
গতকাল অ্যালেক্স হেলসের সেঞ্চুরি দিয়ে শুরু হয় ২০২৫ বিপিএলের সিলেট পর্ব। হেলস-সাইফের অতিমানবীয় ব্যাটিংয়ের কারণে ২০৫ রান করেও জিততে পারেনি সিলেট স্ট্রাইকার্স। ২০৬ রানের টার্গেট রংপুর টপকায় ১ ওভার ও ৮ উইকেট হাতে রেখে। ১৮৬ রানের দ্বিতীয় উইকেট জুটিতে হেলসের সঙ্গী হন ৭ ছক্কায় ক্যারিয়ার সেরা ৮০ রানের ইনিংস খেলা সাইফ হাসান।
৪ ম্যাচে ৪ জয়ে উড়তে থাকা নুরুল হাসান সোহানের দলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত। বিপরীতে, টেবিলের তলানিতে জায়গা পেয়েছে থিসারা পেরেরার ঢাকা ক্যাপিটালস। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের সবক'টিতেই ঢাকা পরাজয়ের বৃত্তে। ফর্মে নেই দলটির অন্যতম সেরা তারকা লিটন দাস। প্রথম ম্যাচে এই রংপুরের বিপক্ষেই ঢাকার ইনিংসে সর্বোচ্চ ৩১ রান লিটনের, এরপরের দুই ম্যাচে অবশ্য ০, ২।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পরপর দুই দিন ম্যাচ খেলতে নামছে রংপুর রাইডার্স। যেখানে, সিলেটের ভেন্যুতে ঢাকা ক্যাপিটালসের প্রথম। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ঢাকার ভরসা জেসন রয় ও মোসাদ্দেক হোসেন। তিন ম্যাচ পর ঢাকা ক্যাপিটালসের সেরা একাদশে সাব্বির রহমান। একাদশে ফেরানো হয়েছে বিধ্বংসী ব্যাটার হাবিবুর রহমান সোহানকে।
দুই দলের আগের লড়াই বিপিএলের উদ্বোধনী রাতে। সেদিন ৪ উইকেট নিয়ে ঢাকা ক্যাপিটালসের টপ অর্ডার ধসিয়ে দেন রংপুর রাইডার্সের অফ স্পিনার শেখ মেহেদী হাসান। ৬ উইকেটে ১৯১ রান করে ৪০ রানের জয় পায় রংপুর রাইডার্স।
রংপুর রাইডার্স একাদশ-
অ্যালেক্স হেলস, আজিজুল হাকিম তামিম, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), মেহেদী হাসান, নাহিদ রানা, আকিফ জাভেদ, কামরুল ইসলাম রাব্বি।
ঢাকা ক্যাপিটালস একাদশ-
লিটন দাস (উইকেটকিপার), জেসন রয়, তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, সাব্বির রহমান, থিসারা পেরেরা (অধিনায়ক), আলাউদ্দিন বাবু, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমির হামজা।