পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার
পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার
পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটের জন্য বিদেশি খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ড্রাফটে জায়গা পেয়েছেন বাংলাদেশের ৮ জন ক্রিকেটার। বেলুচিস্তানের বন্দর নগরী গোয়াদারে পিএসএল প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১১ জানুয়ারি।
পিএসএলের ড্রাফটে সুযোগ পাওয়া ৮ ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও তাওহীদ হৃদয়। তাদের শীর্ষ দুই ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ডে রাখা হয়েছে।
নিলাম অনুষ্ঠিত হবে পাকিস্তানের সর্ববৃহৎ প্রদেশ বেলুচিস্তানের বন্দর নগরী গোয়াদারে। এবারে নিলামে ১৯ দেশের মোট ৫১০ ক্রিকেটার নাম লিখিয়েছেন।
ড্রাফটের আগে একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৮ খেলোয়াড় ধরে রাখতে পারে। বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড, দুবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও ২০১৯ আসরের চ্যাম্পিয়ন কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ৮ জন করে খেলোয়াড় রেখে দিয়েছে। অন্য তিন ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস, মুলতান সুলতানস ও পেশোয়ার জালমি ধরে রেখেছে ৭ জন করে।
এবারের ড্রাফটে উল্লেখযোগ্য তারকারা হলেন, ডেভিড ওয়ার্নার, ড্যারিল মিচেল, ফিন অ্যালেন, টিম সাউদি, রাসি ভ্যান ডার ডুসেন, এভিন লুইস, মোহাম্মদ নবীর মতো খেলোয়াড়রা।
সাধারণত পিএসএল হয় ফেব্রুয়ারি থেকে মার্চে। তবে বছরের এ সময়ে চ্যাম্পিয়নস ট্রফি আছে বলেই ৮ এপ্রিল থেকে ১৯ মে এর মধ্যে টুর্নামেন্ট আয়োজন করতে চায় পিসিবি।