১১ উইকেট নিয়ে আফগানিস্তানের জয়ের নায়ক রাশিদ খান
১১ উইকেট নিয়ে আফগানিস্তানের জয়ের নায়ক রাশিদ খান
১১ উইকেট নিয়ে আফগানিস্তানের জয়ের নায়ক রাশিদ খান
বুলাওয়েতে দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়েছে আফগানিস্তান। টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার ছিল ৭৩ রান অন্যদিকে আফগানদের দরকার ছিলো মাত্র ২ উইকেট। শেষ দিন মাঠে নেমে জিম্বাবুয়ের ২ ব্যাটারকে আউট করতে আফগানিস্তানের বোলারদের লেগেছে মাত্র ১৫ বল। অন্যদিকে এদিন স্কোরবোর্ডে কোনো রানই যোগ করতে পারেনি জিম্বাবুয়ে। অর্থাৎ আগের দিনের ২০৫ রানেই অলআউট হয় জিম্বাবুয়ে।
প্রথম ইনিংসে ১৫৭ রান করতেই ১০ উইকেট হারিয়ে ফেলেছিল আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করে রাশিদ খান। তাছাড়া রহমত শাহ ১৯, আব্দুল মালিক ও ফরিদ আহমেদ ১৭, আফসার জাজাই করেন ১৬ রান। জিম্বাবুয়ের হয়ে ৩ টি করে উইকেট শিকার করেন নিউম্যান ন্যামহুরি এবং সিকান্দার রাজা।
আফগানিস্তানের ১৫৭ রানের জবাবে প্রথম ইনিংসে ২৪৩ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। অধিনায়ক ক্রেইগ এরভিন করেন সর্বোচ্চ ৭৫ রান। সিকান্দার রাজা খেলেন ৬১ রানের ইনিংস। ১ রানের জন্য অর্ধশতক মিস করেন শন উইলিয়াম। আফগানদের হয়ে ৪ টি উইকেট পান রাশিদ খান, ৩ টি পান ইয়ামিন আহমাদজাই।
৮৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে আফগানিস্তান। রহমান শাহ এর ১৩৯ এবং ইসমত আলমের ১০১ রানের সুবাদে ৩৬৩ তোলে আফগানিস্তান। বল হাতে আফগান ব্যাটারদের ট্রাস হয়ে ৬ উইকেট শিকার করেন ব্লেসিং মুজারাবানি।
দ্বিতীয় ইনিংসে ২৭৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২০৫ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন ক্রেইগ এরভিন। ৩৮ রান করেন দুই ব্যাটার বেন কারান ও সিকান্দার রাজা। শুধু দ্বিতীয় ইনিংসেই জিম্বাবুয়ের ৭ ব্যাটারকে আউট করেন রশিদ খান। দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নেয়ায় ম্যাচ সেরার পুরস্কার ওঠে রাশিদ খানের হাতে।