Image

বিপিএল মাতিয়ে পাকিস্তান দলে আকিফ জাভেদ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএল মাতিয়ে পাকিস্তান দলে আকিফ জাভেদ

বিপিএল মাতিয়ে পাকিস্তান দলে আকিফ জাভেদ

বিপিএল মাতিয়ে পাকিস্তান দলে আকিফ জাভেদ

বিপিএল খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি বাংলাদেশ কতটা নিতে পেরেছে সেটা অনিশ্চিত হলেও কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার যে তাদের জাতীয় দলে বিপিএল খেলেই সুযোগ পেয়েছে এটা প্রায় নিশ্চিত। খুশদিল শাহ, ফাহিম আশরাফের পরে এবার জাতীয় দলে ডাক পেলেন রংপুর রাইডার্সে খেলা পেসার আকিফ জাভেদ। 

প্রথমবারের মতো জাতীয় দলে অন্তর্ভুক্ত হলেন বাঁহাতি এই পেসার। বিপিএলে রংপুরের হয়ে দুর্দান্ত বোলিং করে নজর কেড়েছেন এই ক্রিকেটার। ১১ ম্যাচে উইকেট নিয়েছেন ২০টি। ইকোনমি রেট মাত্র ৬.৮৯। 

এখন ক্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান। সেই সিরিজেই ডাক পেয়েছেন আকিফ জাভেদ। মূলত আকিফ দলে ঢুকেছেন পেসার হারিস রউফ চোট পাওয়ায়। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সাইড স্ট্রেইনের চোটে পড়েন হারিস। চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। পিসিবির আশা ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগেই সুস্থ হয়ে উঠবেন হারিস। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

প্রথম শ্রেণির ম্যাচে আকিফ জাভেদ ২৩ ম্যাচে উইকেট নিয়েছেন ৫২টি। অন্যদিকে লিস্ট এ ক্রিকেটে ৩০ ম্যাচে উইকেট নিয়েছেন ৩৩টি। পিএসএলে ৩টি মৌসুমে খেলেছেন, সব মিলিয়ে নিয়েছেন ১৮ উইকেট।

আকিফের আগে চলতি আসরেই বিপিএলে দুর্দান্ত খেলে পাকিস্তান জাতীয় দলে ডাক পেয়েছেন খুশদিল শাহ, ফাহিম আশরাফ। খুশদিলকে রাখা হয়েছে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও।

Details Bottom
Details ad One
Details Two
Details Three