Image

গ্লোবাল সুপার লিগের সূচি প্রকাশ, রংপুর রাইডার্সের ম্যাচ কার সাথে কবে, কখন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 11 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
গ্লোবাল সুপার লিগের সূচি প্রকাশ, রংপুর রাইডার্সের ম্যাচ কার সাথে কবে, কখন

গ্লোবাল সুপার লিগের সূচি প্রকাশ, রংপুর রাইডার্সের ম্যাচ কার সাথে কবে, কখন

গ্লোবাল সুপার লিগের সূচি প্রকাশ, রংপুর রাইডার্সের ম্যাচ কার সাথে কবে, কখন

২০২৫ গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। ১০ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে খেলে এরপর সোহান-সৌম্যদের ম্যাচ যথাক্রমে ১৩, ১৬ ও ১৭ জুলাই। পাঁচ দলের টুর্নামেন্টের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে জুলাইয়ের ১৮ তারিখ। 

এক বিবৃতিতে জিএসএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি নিশ্চিত করে, ১০ জুলাই উদ্বোধনী ম্যাচ খেলবে সেন্ট্রাল স্ট্যাগস ও দুবাই ক্যাপিটালস। একই দিনে আরেক ম্যাচে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ স্বাগতিক দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এরপর ১৪ জুলাই দ্বিতীয় ম্যাচে হোবার্ট হ্যারিকেন্স, ১৬ জুলাই দুবাই ক্যাপিটালস এবং ১৭ জুলাই সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল।

গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গায়ানা যাচ্ছে রংপুর রাইডার্স। ২০২৫ সালের সংস্করণটি এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর। ক্রিকেট ভিক্টোরিয়াকে পরাজিত করে ২০২৪ সালে উদ্বোধনী আসরের চ্যাম্পিয়ন শিরোপা জিতে বিপিএলের রংপুর রাইডার্স। 

এই বছরের গ্লোবাল সুপার লিগের ইভেন্টটি গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ১০ থেকে ১৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। রংপুর রাইডার্স ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নেবে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্স, নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ চ্যাম্পিয়ন সেন্ট্রাল স্ট্যাগস, আইএলটি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস।

২০২৪ সালের জিএসএলে রংপুর রাইডার্সের নেতৃত্বে ছিলেন নুরুল হাসান সোহান, যার বিচক্ষণ নেতৃত্ব তাদের সফল অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দলের অন্যতম তারকা ব্যাটার সৌম্য সরকার জিতে নেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার। 

গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের লিগ পর্বের সূচি-

১০ জুলাই: গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স
১৩ জুলাই: হোবার্ট হ্যারিকেন্স
১৬ জুলাই: দুবাই ক্যাপিটালস
১৭ জুলাই: সেন্ট্রাল স্ট্যাগস

Details Bottom
Details ad One
Details Two
Details Three