ছিটকে গেছেন সৌম্য সরকার, পাকিস্তান সিরিজের দলে মিরাজ
- 1
মোহাম্মদ নাইমের কারণে সাকিবকে আর বল দেননি আফ্রিদি
- 2
গ্লোবাল সুপার লিগের সূচি প্রকাশ, রংপুর রাইডার্সের ম্যাচ কার সাথে কবে, কখন
- 3
ওয়েস্ট ইন্ডিজকে ১২৪ রানে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড
- 4
বাবর-শাহীনদের ছাড়া বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা
- 5
বৃষ্টি ভেজা দিনে নাইম-সাইফের রান উৎসব, বিজয়ের আছে আফসোস

ছিটকে গেছেন সৌম্য সরকার, পাকিস্তান সিরিজের দলে মিরাজ
ছিটকে গেছেন সৌম্য সরকার, পাকিস্তান সিরিজের দলে মিরাজ
পিঠের চোটের কারণে আসন্ন পাকিস্তান সফর থেকে ছিটকে গেছেন সৌম্য সরকার। সদ্য শেষ হওয়া আরব আমিরাত সিরিজের একটি ম্যাচও খেলতে পারেননি সৌম্য। ৩ টি-টোয়েন্টির জন্য পাকিস্তান সিরিজের দলে সুযোগ পেলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
ইনজুরিতে ছিটকে যাওয়া সৌম্য সরকারের বিকল্প হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মেহেদী হাসান মিরাজকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। এখন পর্যন্ত ২৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ২৭ বছর বয়সী মিরাজ বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন।
গত এক সপ্তাহ ধরে কোমরের ডান পাশে ব্যথায় ভুগছেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বিসিবির বিবৃতিতে বলেছেন, চিকিৎসাগত মূল্যায়নের পর জানা গেছে, প্রায় ১০ থেকে ১২ দিনের পুনর্বাসন সময় প্রয়োজন সৌম্য সরকারের। এর ফলে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া পাকিস্তানে তিন ম্যাচের সিরিজে তিনি খেলতে পারবেন না।'
লাহোর কালান্দার্সের পিএসএল মিশন শেষ হওয়ার পর লাহোরে বাংলাদেশ জাতীয় দলের সাথে যোগ দেবেন মিরাজ। সবকিছু ঠিক থাকলে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ দলের ২৫ মে লাহোরে পৌঁছানোর কথা রয়েছে। সিরিজ শুরুর আগের দুই দিন ২৬ ও ২৭ মে অনুশীলন সেশন সম্পন্ন করবে লিটন দাসের দল।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সংশোধিত সূচি-
২৮ মে- ১ম টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
৩০ মে- ২য় টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
১ জুন- ৩য় টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর।
পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল-
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।