Image

দিল্লি ক্যাপিটালস টস জিতে আগে বোলিংয়ে, একাদশে মুস্তাফিজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 8 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দিল্লি ক্যাপিটালস টস জিতে আগে বোলিংয়ে, একাদশে মুস্তাফিজ

দিল্লি ক্যাপিটালস টস জিতে আগে বোলিংয়ে, একাদশে মুস্তাফিজ

দিল্লি ক্যাপিটালস টস জিতে আগে বোলিংয়ে, একাদশে মুস্তাফিজ

ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে হারাতে পারলেই প্লে-অফ নিশ্চিত মুম্বাই ইন্ডিয়ান্সের। দিল্লি ক্যাপিটালসের জন্যও এই ম্যাচ ডু-অর-ডাই; জিতলে বেঁচে থাকবে প্লে-অফে খেলার স্বপ্ন। তাই দুই দলই নামছে নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে। মুস্তাফিজুর রহমানকে নিয়েই সেরা একাদশ সাজিয়েছে দিল্লি। তবে অসুস্থতার জন্য খেলতে পারছেন না অধিনায়ক আক্সার প্যাটেল, নেতৃত্বে ফাফ ডু প্লেসিস। 

গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস ২০২৫ আইপিএলের প্লে-অফে উঠে গেল। বাকি একটি জায়গার জন্য লড়াই মুম্বাই ও দিল্লির। ফলে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। অসুস্থতার কারণে দিল্লির নিয়মিত অধিনায়ক আক্সার প্যাটেল আজ দলে নেই। তার পরিবর্তে অধিনায়কত্ব সামলাবেন ফাফ ডু প্লেসিস। টস জিতে আগে বোলিং বেছে নিলেন ফাফ, খেলছেন মুস্তাফিজুর রহমান। 

এই মুহূর্তে ১২ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে মুম্বাই। সমান সংখ্যক ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচে দিল্লির অবস্থান। দুই দলেরই শেষ ম্যাচ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। তাই মুম্বাই-দিল্লি ম্যাচের ফলের উপরেই অনেকাংশে নির্ভর করছে প্লে-অফে যাওয়ার অংক।

ওয়াংখেড়েতে ম্যাচের সময়ে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে দুই দলই পাবে এক পয়েন্ট করে। সে ক্ষেত্রে প্লে-অফে যাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে হার্দিক পান্ডিয়ারা। কারণ তখন তাদের পয়েন্ট দাঁড়াবে ১৫, দিল্লির হবে ১৪। শেষ ম্যাচে পাঞ্জাবকে হারালে মুম্বাইয়ের পয়েন্ট দাঁড়াবে ১৭।

তখন সরাসরি প্লে-অফে পৌঁছে যাবে মুম্বাই। কারণ শেষ ম্যাচে জিতলেও দিল্লি পৌঁছবে ১৬ পয়েন্টে। তাই বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থায় থাকবে মুম্বাই ইন্ডিয়ান্স। 

তখন মুস্তাফিজদের তাকিয়ে থাকতে হবে মুম্বাই বনাম পাঞ্জাব ম্যাচের ফলাফলের দিকে। ওই ম্যাচে যদি পাঞ্জাব জিতে যায়, তখন মুম্বাইয়ের পয়েন্ট দাঁড়াবে ১৫। একমাত্র তখনই প্লে-অফে যেতে পারবে দিল্লি।

দিল্লি ক্যাপিটালস (প্লেয়িং ইলেভেন): 

ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), অভিষেক পোরেল (উইকেটকিপার), সামির রিজভি, ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা, মাধব তিওয়ারি, বিপ্রজ নিগম, কুলদ্বীপ যাদব, মুকেশ কুমার, মুস্তাফিজুর রহমান ও দুশমান্থ চামিরা।

মুম্বাই ইন্ডিয়ান্স(প্লেয়িং ইলেভেন): 

রায়ান রিকেল্টন (উইকেটকিপার), রোহিত শর্মা, উইল জ্যাকস, সুরিয়াকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নামান ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট ও জাসপ্রীত বুমরাহ। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three