Image

পিএসএল খেলতে থাকা টিম সেইফার্টকে দলে নিল আরসিবি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 9 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পিএসএল খেলতে থাকা টিম সেইফার্টকে দলে নিল আরসিবি

পিএসএল খেলতে থাকা টিম সেইফার্টকে দলে নিল আরসিবি

পিএসএল খেলতে থাকা টিম সেইফার্টকে দলে নিল আরসিবি

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ইংল্যান্ডের জ্যাকব বেথেলের অস্থায়ী বদলি হিসেবে নিউজিল্যান্ডের টিম সেইফার্টকে চুক্তিবদ্ধ করেছে। সেইফার্ট বর্তমানে পিএসএলে করাচি কিংসের হয়ে খেলছেন এবং তার ভারতে আসা নির্ভর করবে তার দলের অগ্রগতির উপর। 

বর্তমানে পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলছেন কিউই ব্যাটার সেইফার্ট। আজ বৃহস্পতিবার রাতে এলিমিনেটর ম্যাচে লাহোর কালান্দার্সের বিরুদ্ধে খেলবে তাঁর দল। এই ম্যাচে জিতলে আগামীকাল শুক্রবার কোয়ালিফায়ার ২-তে খেলতে হবে করাচি কিংসকে। সেই ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে হারালে ২৫ তারিখ ফাইনাল কোয়েট্টা গ্ল্যাডিয়েটরসের বিরুদ্ধে।

অর্থাৎ, সবক’টা ম্যাচে খেললেও ২৫ তারিখের পরে পুরোপুরি ভাবে বেঙ্গালুরু শিবিরে যোগ দিতে পারবেন সেইফার্ট। ২৭ তারিখ গ্রুপ পর্বে আরসিবির শেষ ম্যাচ লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। এই ম্যাচে খেলতে পারেন টিম সেইফার্ট। পিএসএলে এখন পর্যন্ত ৯ ইনিংসে ১৪৫ স্ট্রাইক রেটে করেছেন ২২৬ রান। 

আইপিএল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৪ মে থেকে টিম সেইফার্টকে দলে নেওয়া যাবে। নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার সেইফার্ট ৬৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে রান করেছেন মোট ১৫৪০। তিনি ২ কোটি রুপি চুক্তিতে আরসিবিতে যোগ দেবেন। 

২৩ মে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আরসিবির লিগ-পর্বের খেলার পর ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলার জন্য দেশে ফিরে যাবেন জ্যাকব বেথেল।

Details Bottom
Details ad One
Details Two
Details Three