বাবর-শাহীনদের ছাড়া বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা

বাবর-শাহীনদের ছাড়া বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা
বাবর-শাহীনদের ছাড়া বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলমান এইচবিএল পিএসএল এক্স-এর পারফরম্যান্স বিবেচনায় গঠিত স্কোয়াডে নেতৃত্বে থাকছেন সালমান আলি আগা, তার ডেপুটি হিসেবে থাকছেন শাদাব খান।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে। সিরিজের সূচি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে বোর্ড।
এই সিরিজটি পাকিস্তানের নয়া হেড কোচ মাইক হেসনের অধীনে প্রথম সিরিজ হতে যাচ্ছে। যেখানে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদির মত তারকারা।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ১৬ সদস্যের স্কোয়াড:
সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব।
সিরিজের মাধ্যমে ঘরোয়া ক্রিকেটের পারফরমারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ করে দিচ্ছে পিসিবি।