Image

মোহাম্মদ নাইমের কারণে সাকিবকে আর বল দেননি আফ্রিদি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 8 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মোহাম্মদ নাইমের কারণে সাকিবকে আর বল দেননি আফ্রিদি

মোহাম্মদ নাইমের কারণে সাকিবকে আর বল দেননি আফ্রিদি

মোহাম্মদ নাইমের কারণে সাকিবকে আর বল দেননি আফ্রিদি

সাকিব আল হাসান তার প্রথম ওভারেই জেমস ভিন্সের মতো বিধ্বংসী ব্যাটারের উইকেট শিকার করেন, ওভারে রান খরচ করেন কেবল ৪। কিন্তু এরপর আর বল করেননি। পার্টটাইমার মোহাম্মদ নাইম যখন সাহায্য পাচ্ছিলেন, তখন অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি একটা নির্দিষ্ট পরিকল্পনায় অটল থাকেন। পেসাররা রান খরচায় বিধ্বস্ত হলেও সাকিবকে বোলিংয়ে আনার প্রয়োজন মনে করেননি আফ্রিদি। মোহাম্মদ নাইমকে দিয়ে ৩ ওভার, আর সাকিবকে বিশ্রামে রেখে চরম সমালোচনার মুখে কালান্দার্স ক্যাপ্টেন। 

ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে এলিমিনেটর ম্যাচটি জিততেই হবে। মহাগুরুত্বপূর্ণ এই খেলায় বাংলাদেশের ৩ অলরাউন্ডার থেকে কেবল সাকিব আল হাসানকে একাদশে রাখে লাহোর কালান্দার্স। সাকিবও বল হাতে নিয়ে শুরুর ওভারেই শিকার করেন জেমস ভিন্সের উইকেট। এরপর অবশ্য সাকিবকে আর বল করতে হয়নি। 

পাওয়ার-প্লে'র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৭০ রান স্কোরবোর্ডে তুলে করাচি কিংস। রানের চাকায় গতি কমাতে সাকিবকে অ্যাকশনে আনতেই সফল লাহোর। প্রথম ডেলিভারি ডট, পরের চার বলে দৌড়ে ৪ রান নেন জেমস ভিন্স আর ডেভিড ওয়ার্নার। ওভারের শেষ ডেলিভারিতে সাকিবকে লফটেড খেলতে গিয়ে ক্যাচ হন ৪ রানে থাকা ভিন্স। 

পার্ট টাইম স্পিনার মোহাম্মদ নাইম ৩ ওভারে ১৫ রান খরচায় নেন ১ উইকেট। পিএসএলে আজই প্রথম বল করেন নাইম, আর তাতেই বাজিমাত। 

সাকিবকে মিডল ওভারগুলো বোলিংয়ে না আনার জন্য এক্সে সমালোচনা শুনছেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। কেউ কেউ বলছেন, 'অধিনায়ক শাহীনের কোনো গেম সেন্স নেই—সাকিবকে দিয়ে আরও ওভার করানো উচিত ছিল।'

'শাহীন আফ্রিদির অধিনায়কত্ব খুবই খারাপ। সাকিব আল হাসান ১ ওভারে মাত্র ৪ রান দিয়ে উইকেট নেন, কিন্তু শাহীন তাকে আর বল দেননি। একজন দুর্বল অধিনায়কের নেতৃত্বে ভালো দল।'

৮ উইকেট হারিয়ে করাচি কিংসের ইনিংস থামে ১৯০ রানে। লক্ষ্য তাড়া করে জিততে পারলে আগামীকাল শুক্রবার কোয়ালিফায়ার ২'তে খেলার টিকিট পাবে লাহোর কালান্দার্স।

Details Bottom