সাকিব ব্যর্থ হলেও গুরুত্বপূর্ণ ম্যাচে জিতল লাহোর কালান্দার্স

সাকিব ব্যর্থ হলেও গুরুত্বপূর্ণ ম্যাচে জিতল লাহোর কালান্দার্স
সাকিব ব্যর্থ হলেও গুরুত্বপূর্ণ ম্যাচে জিতল লাহোর কালান্দার্স
প্রত্যাবর্তনের ম্যাচে সাকিব কিছু করতে না পারলেও জিতেছে তার দল লাহোর কালান্দার্স। আর তাতেই বাবর আজমের পেশোয়ার জালমিকে বিদায় করে সাকিবদের নিশ্চিত হয়ে গেছে প্লে অফে খেলা। ব্যাট হাতে গোল্ডেন ডাক হওয়ার পর বোলিংয়েও উইকেটশূন্য থাকা সাকিব দুই ওভারে রান দিয়েছেন ১৮।
ব্যাট হাতে গোল্ডেন ডাকের শিকার হন সাকিব আল হাসান। ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ১৩ ওভারে লাহোর কালান্দার্স রান করতে পারে ১৪৯। এরপর বোলিংয়ে নেমে সালমান মির্জা একাই ভেঙে দেন জালমির টপ অর্ডার। পাওয়ার প্লের ৪ ওভারের মধ্যে সালমানের শিকার ৩ উইকেট।
ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে নিয়ে সাকিব রান দিয়েছেন কেবল ৫। সাকিবের পরে অ্যাকশনে এসে সিকান্দার রাজা তুলে নেন ১৬ রানে থাকা বাবর আজমের উইকেট। হারিস রউফও নিজের প্রথম ওভারেই পেয়ে যান উইকেটের দেখা। ৭ ওভারে ৫৩ রান করতেই ৫ উইকেট হারিয়ে বসে পেশোয়ার জালমি।
পরের ওভারে শাহীন শাহ আফ্রিদি গতির ঝড় তুলে শিকার করেন জোড়া উইকেট। ৬৩ রানে ৭ উইকেট হারানো জালমির পরাজয় তখন প্রায় নিশ্চিত হয়ে যায়। সাকিব নিজের পরের ওভার করতে এসে ১৩ রান দেন। আহমেদ দানিয়াল ওভারের দ্বিতীয় ও তৃতীয় ডেলিভারিতে দু'টি ছক্কা হাঁকান সাকিবকে। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করতে পারে জালমি। ড্যানিয়েল স্যামস ১৪ বলে ২৬ রান করে হারের ব্যবধান কমালেন।
২৬ রানের জয়ে লাহোর কালান্দার্সের নিশ্চিত হয়ে গেল প্লে-অফের টিকিট। টুর্নামেন্ট থেকেই বাদ বাবর আজমের দল পেশোয়ার জালমি। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করল লাহোর।