ওয়েস্ট ইন্ডিজকে ১২৪ রানে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড
- 1
পাকিস্তান সফর থেকে নাম সরিয়ে নিলেন নাহিদ রানা
- 2
গ্লোবাল সুপার লিগের সূচি প্রকাশ, রংপুর রাইডার্সের ম্যাচ কার সাথে কবে, কখন
- 3
লাহোরকে ফাইনালের স্বপ্ন দেখাতে এক হয়েছেন সাকিব-মিরাজ
- 4
বাবর-শাহীনদের ছাড়া বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা
- 5
ওয়েস্ট ইন্ডিজকে ১২৪ রানে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজকে ১২৪ রানে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড
ওয়েস্ট ইন্ডিজকে ১২৪ রানে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড
অ্যান্ড্রু বালবিরনির ধৈর্যশীল শতকে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১২৪ রানের বিশাল জয় তুলে নিয়েছে আয়ারল্যান্ড। ডাবলিনের দ্য ভিলেজে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে সাবধানী হলেও ধীরে ধীরে ছন্দে ফেরে আয়ারল্যান্ডের ইনিংস, যার পেছনে বড় অবদান ছিল অধিনায়ক পল স্টার্লিং ও বালবিরনির উদ্বোধনী জুটির।
স্টার্লিং ৬১ বলে অর্ধশতক তুলে নেন, তবে বেশিক্ষণ টিকতে পারেননি। এরপর বালবিরনির সঙ্গে হ্যারি টেকটরের ৮০ রানের জুটি দলকে ৩০০ রানের দোরগোড়ায় নিয়ে যায়। বালবিরনি ধীরে শুরু করলেও ইনিংসের মাঝপথে রস্টন চেজের উপর চাপ সৃষ্টি করে ছন্দে ফেরেন এবং পূর্ণ করেন দারুণ এক সেঞ্চুরি। টেক্টর ও ছিলেন ছন্দে, তবে উভয়ের বিদায়ের পর ইনিংসের শেষ দিকে লোরকান টাকার ছোট একটি ঝড়ো ইনিংস দলকে ৩০৪ রানে পৌঁছে দেয়।
জবাবে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ইভিন লুইস রানআউটের শিকার হন এবং ব্যারি ম্যাকার্থি ক্যারিবিয়ান টপ অর্ডারকে ধসিয়ে দেন। একপর্যায়ে ৩১ রানে ৫ উইকেট হারানো দলটি কার্যত ম্যাচ থেকে ছিটকে যায়। শাই হোপকেও দ্রুত ফেরানো হয়। জাস্টিন গ্রিভস ১৪ বলে ৩৪ রান করে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন, তবে জশ লিটল তার ইনিংসের ইতি টানেন।
শেষ দিকে রস্টন চেজ ও ম্যাথিউ ফোর্ড ৯৮ রানের একটি লড়াকু জুটি গড়েন, কিন্তু তাদের বিদায়ের পর ১৩ বলের মধ্যেই শেষ হয়ে যায় ক্যারিবিয়ান ইনিংস। ক্যারিবিয়ানরা অলআউট হন মাত্র ১৭৯ রানে। আয়ারল্যান্ডের হয়ে ৪ টি উইকেট শিকার করেন ব্যারি ম্যাকার্থি।
এই জয়ের ফলে আয়ারল্যান্ড ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ মে, একই ভেন্যুতে।