Image

বোলারদের সিডনি টেস্টে রিশাব পান্ট ঝলক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বোলারদের সিডনি টেস্টে রিশাব পান্ট ঝলক

বোলারদের সিডনি টেস্টে রিশাব পান্ট ঝলক

বোলারদের সিডনি টেস্টে রিশাব পান্ট ঝলক

সিডনি টেস্টের দ্বিতীয় দিনে দুই দলের উইকেট পড়েছে মোট ১৫টি। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ১৮১ রানে অলআউট হওয়ার পর ১৪১ রানে ৬ উইকেট হারিয়ে দিন শেষ করেছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনো ১৪৫ রানে এগিয়ে ভারত।

প্রথম ইনিংসে হতশ্রী ব্যাটিংয়ের পর বোলারদের দাপটে অজি ব্যাটারদের অলআউট করে ম্যাচে কামব্যাক করেছে ভারত। তবে দলটির জন্য দুশ্চিন্তার কারণ জাসপ্রীত বুমরাহ ইনজুরির কারণে মাঠ ছেড়েছেন। লাঞ্চের পর মাত্র বোলিং করেছেন মাত্র এক ওভার। তারপর মাঠ ছেড়ে সরাসরি স্ক্যান করাতে গেছেন হাসপাতালে।

১ উইকেটে ৯ রান নিয়ে দ্বিতীয় দিনের শুরু করে অস্ট্রেলিয়া। তারপর দ্রুতই উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন অভিষিক্ত বাউ ওয়েবস্টার। স্টিভ স্মিথ করেন ৩৩, স্যাম কনস্টাস ২৩, অ্যালেক্স ক্যারি ২১ এবং প্যাট কামিন্স করেন ১০ রান। আর সবাই আউট হয়েছে সিঙ্গেল ডিজিটে। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৮১ রানেই গুটিয়ে যায় অজিরা।

ভারতের হয়ে ৩ টি করে উইকেট পান মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা। ২ টি করে পান নিতিশ কুমার রেড্ডি ও জাসপ্রীত বুমরাহ।

৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে ভারত। স্কট বোল্যান্ডের বোলিং তোপে ৭৮ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। ভিরাট কোহলি আউট হন ৬ রানে। শুভমান গিল ও কেএল রাহুল দুজনেই করেন ১৩ রান করে।
 
তারপর অজিদের পাল্টা আক্রমণ করেন রিশাব পান্ট। টেস্ট খেলেন টি-টোয়েন্টি স্টাইলে। মাত্র ৩৩ বলে ৬১ রান করে আউট হন তিনি। তার ইনিংসে ছিলো ৬ টি চার ও ৪ টি ছয়ের মার। রবীন্দ্র জাদেজা ৮ ও ওয়াশিংটন সুন্দর ৬ রানে অপরাজিত আছেন।

অস্ট্রেলিয়ার হয়ে ৪ টি উইকেট শিকার করেন স্কট বোল্যান্ড। ১ টি করে পান প্যাট কামিন্স ও বাউ ওয়েবস্টার।

Details Bottom
Details ad One
Details Two
Details Three