Image

ইনজুরি ইস্যুতে নাহিদ রানা: 'যু'দ্ধে নামলে গু'লি খেতে হয়'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 23 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ইনজুরি ইস্যুতে নাহিদ রানা: 'যু'দ্ধে নামলে গু'লি খেতে হয়'

ইনজুরি ইস্যুতে নাহিদ রানা: 'যু'দ্ধে নামলে গু'লি খেতে হয়'

ইনজুরি ইস্যুতে নাহিদ রানা: 'যু'দ্ধে নামলে গু'লি খেতে হয়'

ঢাকা ক্যাপিটালসকে ২য় বারের মত হারিয়ে বিপিএলের নিজেদের পঞ্চম জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। পেসার নাহিদ রানা মাত্র ২১ রান খরচায় ৩ উইকেট শিকার করে রংপুর রাইডার্সের সেরা বোলার। তার হাতেই উঠল ম্যাচসেরা ক্রিকেটারের পুরস্কার। এখন পর্যন্ত হিসাবে, পাঁচ ম্যাচে ৯ উইকেট পাওয়া নাহিদ টুর্নামেন্টের দ্বিতীয় সেরা বোলার। রংপুরের জার্সি গায়ে বিপিএল উপভোগ করছেন রানা। ইনজুরি নিয়ে ভাবছেন না তরুণ এই গতি তারকা; নাহিদ রানার বক্তব্যও পরিষ্কার, 'যুদ্ধে নামলে গুলি খেতে হয়'।

আজ রংপুরের ফাইফার জয়ের দিনে নাহিদ রানা শিকার করেন লিটন দাস, আলাউদ্দিন বাবু, আমির হামজার উইকেট। বিপিএলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলা নাহিদ রানার নামের পাশে ৯ উইকেট। এ নিয়ে দুই বার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও জেতেন নাহিদ। 

রংপুর রাইডার্স নাহিদকে এই বিপিএলে দলে নিয়ে বেশ লাভই করল। নাহিদ রানা নিজেও রংপুরের প্রশংসা করলেন, 'সর্বপ্রথম উপরওয়ালার শুকরিয়া আদায় করতে চাই। রংপুর আমাকে সুযোগ দিয়েছে, এটা আমি কাজে লাগিয়েছি। ছোট ছোট জিনিস...যেমন ধরেন আমি বাইরে থাকলে নিজের ফিটনেস বলেন, অনুশীলনে মনোযোগ এগুলো রংপুর টিমের কোচ বলেন, ম্যানেজম্যান্ট বলেন; তারা সবাই সাহায্য করে। এই জিনিসটা আমি উপভোগ করছি এবং মাঠে ডেলিভার করার চেষ্টা করছি।' 

এই বিপিএলে নাহিদ রানা দুর্দান্ত বোলিংয়ে আগুন ঝরালেন যেন! গতি নাহিদ রানার সহজাত। উচ্চতার কারণে বাড়তি বাউন্সও তিনি আদায় করে নেন পিচ থেকে। ব্যাটারদের  রীতিমতো নাকানিচুবানি খাইয়েছেন। গতিময় বোলিং করা নাহিদ নিজেকে এখনও সাধারণের কাতারেই রাখছেন, 'নিজেকে আমি কোনো তারকা মনে করছি না। আমি আপনাদের মতো নরমালি মানুষ। তাই আমি নরমাল থাকার চেষ্টা করতেছি।' 

ছোট ক্যারিয়ারে সকলের প্রসংশায় ভাসছেন নাহিদ রানা। তবে 'পেসারদের ইনজুরি বন্ধুর মতো'; এমনটা সহজেই মানছেন নাহিদ। ইনজুরি প্রসঙ্গে নাহিদ রানার বক্তব্যও পরিষ্কার, 'যুদ্ধে নামলে গুলি খেতে হয়'।

'প্রথমে যেটা বললেন যে, ইনজুরি। ধরেন, মানুষ যুদ্ধে নামলে গুলি খাইতে হয়। ক্রিকেট খেলতে আসলে ইনজুরিতে পড়বো। আর যেটা মেইনটেইনের কথা বলছিলেন, ফিটনেস, এগুলো সব নিজে মেইনটেইন করছি। আর বিসিবি যেসব শিডিউল দিয়েছে, ওগুলো মেনে কাজ করার চেষ্টা করছি। সামনে যা হবে আলহামদুলিল্লাহ।'

Details Bottom
Details ad One
Details Two
Details Three