Image

সিলেটের হ্যাটট্রিক হার, বরিশাল জিতল ৭ উইকেটে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সিলেটের হ্যাটট্রিক হার, বরিশাল জিতল ৭ উইকেটে

সিলেটের হ্যাটট্রিক হার, বরিশাল জিতল ৭ উইকেটে

সিলেটের হ্যাটট্রিক হার, বরিশাল জিতল ৭ উইকেটে

হারতে হারতে কোথায় গিয়ে থামবে সিলেট স্ট্রাইকার্স? ঢাকা থেকে সিলেট, হোম ক্রাউডের সামনেও জয়ের দেখা পাচ্ছে না দলটি। ১২৬ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে ৫৭ বল হাতে রেখেই ফরচুন বরিশালের ৭ উইকেটের জয়। চার ম্যাচে এটি তাদের তৃতীয় জয়। 

সিলেটের ক্রেজি হোম ক্রাউড পরপর দুই ম্যাচে দেখল লজ্জার পরাজয়। ঘরের দলটি এখনও পায়নি জয়ের দেখা। এই আসরে সিলেট হারল প্রথম তিন ম্যাচেই। এক রংপুরের কাছে ব্যাক টু ব্যাক ম্যাচে হারের পর এবার ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচেও পেল একই স্বাদ।

হ্যাটট্রিক হার রুখতে সিলেট স্ট্রাইকার্স আজ সেরা একাদশে রাখে রাহকিম কর্নওয়ালকে। তবে তাণ্ডব শুরুর আগেই কর্নওয়ালকে ফিরতে হয় প্যাভিলিয়নে। ১২ বলে করেন ১৮ রান। এর আগে রনি তালুকদার ফেরেন শূন্য রানে। তিনে নামা জাকির হাসানের ব্যাট থেকে আসে ২৫ রান। জর্জ মানসি ১৩ বলে ২৮ রানের ক্যামিও খেলে দলকে এনে দেন স্বস্তি।

তবে রান পাননি অ্যারন জোন্স। ঘরের ছেলে জাকের আলি অনিক ৪ বল খেলে করতে পারেন ১। দলীয় ৮৯ রানে ৮ উইকেট হারিয়ে ফেলা সিলেটের একশোর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগে। তবে তা হতে দেননি অধিনায়ক আরিফুল হক। ২৯ বলে ৩৬ রানের ইনিংস খেলে দলের সংগ্রহ একশো ছাড়িয়ে ১২৫ রানে নিয়ে যান। 

সহজ লক্ষ্য টপকাতে নেমে শুরুতেই বিপাকে ফরচুন বরিশাল। আগের রাতে অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলে দলকে জেতানো তামিম ইকবাল আজ হয়েছেন গোল্ডেন ডাক। রাহকিম কর্নওয়াল শুরুর বলেই তামিমকে ক্যাচ বানান উইকেটকিপারের গ্লাভসে। পরের বল অ্যাকশনে এসে তানজিম হাসান সাকিব বিদায় করেন আরেক ওপেনার নাজমুল হোসেন শান্তকে। 

এক ম্যাচ বিরতির পর আজ কেবল ৩ বল খেলতেই শান্ত উইকেট হারান ব্যক্তিগত ৪ রানে। ব্যাট হাতে বিপিএলে টানা ব্যর্থ শান্ত। দলীয় ৬ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে চরম বিপাকে পড়ে দলটি। এরপর অবশ্য তাদের আর বিপদে পড়তে হয়নি। কাইল মায়ের্সের সঙ্গী হন তাওহীদ হৃদয়। এই দুইয়ের জুটিতে বরিশাল পায় ১১৬ রান। 

দল যখন জয় থেকে মাত্র ৪ রান দূরে তখন আউট হন তাওহীদ হৃদয়। মাত্র ২ রানের জন্য পাননি ফিফটি। শেষ পর্যন্ত বরিশাল ম্যাচ জিতেছে ৯.৩ ওভার হাতে রেখে ৭ উইকেটে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three