'আমি অবসর নিইনি, এই ম্যাচ থেকে সরে এসেছি': রোহিত শর্মা
'আমি অবসর নিইনি, এই ম্যাচ থেকে সরে এসেছি': রোহিত শর্মা
'আমি অবসর নিইনি, এই ম্যাচ থেকে সরে এসেছি': রোহিত শর্মা
সিডনি টেস্টের একাদশ থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের এমন সিদ্ধান্তে অনেকেই ভেবেছিলেন টেস্টে ফরম্যাটে ইতি টানতে চলেছেন এই ব্যাটার। এবার নিজেই অবসরের বিষয়ে মুখ খুলেছেন রোহিত শর্মা।
সিডনি টেস্ট না খেলার বিষয়ে শনিবার দ্বিতীয় দিনে রোহিত জানান, দলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে অধিনায়ক হিসাবে নিজেই সিডনিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, "রান করতে পারছিলাম না। ব্যর্থ হলে তো মানতেই হবে। তাই দলের স্বার্থে না খেলার সিদ্ধান্ত নিয়েছি।"
তার মানে এখন ই অবসরে যাচ্ছেন না এই ব্যাটার। সেটা অবশ্য পরিস্কার ভাবে বলেও দিয়েছেন রোহিত শর্মা। "অবসর নিইনি। শুধু এই ম্যাচটা না খেলার সিদ্ধান্ত নিয়েছি। রান করতে পারছিলাম না। আমাদের অনেক ব্যাটারই ভাল ফর্মে নেই। ম্যাচে প্রভাব পড়ছিল। অধিনায়ক হিসাবে দলের কথাই আগে ভাবি। কী করলে দলের লাভ ভাবি। সেই ভাবনা থেকেই সরে দাঁড়িয়েছি। অধিনায়ক হিসাবে ভাবি না, তিন মাস বা ছ’মাস পর কী হবে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিই। এটা দলগত খেলা। ব্যক্তিগত খেলা নয়। আমি নিজেই কোচ, নির্বাচকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি। কোথাও যাচ্ছি না। দলের সঙ্গেই আছি।"
কারো কথায় অবসর নেবেন না জানিয়ে রোহিত আরো বলেন, "দেশ থেকে এত দূরে তো খেলার জন্যই এসেছি। বসে থাকার জন্য এত দূরে আসিনি। কিন্তু দলের স্বার্থ আগে রাখতেই হয়। এটা দলগত খেলা। ১১ জন নিলে খেলতে হয়। একা কেউ খেলতে পারে না। দেখুন কে কী লিখল বা বলল, তাতে আমাদের জীবন বদলায় না। এত দিন ধরে খেলছি। আমি অভিজ্ঞ। দুই সন্তানের বাবা। জানি কী করা উচিত আর কী করা উচিত নয়। চেষ্টা করেছি রান করার। পারিনি। তাই এই ম্যাচটা না খেলার সিদ্ধান্ত নিয়েছি। যথেষ্ট সংবেদনশীল আমি। কারও কথায় অবসর নেব না। কখন থামতে হয়, এটুকু বুঝি।"
সিডনিতে এসেই না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত। "সিডনিতে এসে সিদ্ধান্ত নিয়েছি। দুটো টেস্টের মধ্যে খুব বেশি সময় ছিল না। মাঝে নববর্ষও ছিল। তার মধ্যে এ সব নিয়ে কথা বলতে চাইনি। এখানে আসার পর কথা বলেছি। দেখুন, এই ম্যাচ খেলছি না মানে পরের টেস্ট খেলব না, তা নয়। এখন রান পাচ্ছি না। ব্যাটে-বলে হচ্ছে না। দুই বা পাঁচ মাস পরে রান করতেই পারি। এত দিন ধরে খেলছি। জানি কী করা উচিত। ক্রিকেটে এ রকম হতেই পারে। আবার একটা ইনিংসই ফর্ম ফিরিয়ে দিতে পারে। আসলে এই ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। দলে এমন কাউকে দরকার ছিল, যে ফর্মে রয়েছে। এই অবস্থায় যে ফর্মে নেই, তাকে খেলিয়ে যাওয়ার মানে হয় না। কারণ আমরা এই ম্যাচটা জিততে চাই। এটা খুব সাধারণ একটা ব্যাপার। আর এটাই আমার মাথায় ঘুরছিল। সেটাই কোচ, নির্বাচকদের বলেছিলাম। ওঁরা আমার সিদ্ধান্ত সমর্থন করেছেন।"