Image

কর্নওয়ালকে নিয়ে ব্যাটিংয়ে সিলেট, বরিশালের উইকেটকিপার শান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 23 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
কর্নওয়ালকে নিয়ে ব্যাটিংয়ে সিলেট, বরিশালের উইকেটকিপার শান্ত

কর্নওয়ালকে নিয়ে ব্যাটিংয়ে সিলেট, বরিশালের উইকেটকিপার শান্ত

কর্নওয়ালকে নিয়ে ব্যাটিংয়ে সিলেট, বরিশালের উইকেটকিপার শান্ত

বিপিএলে আজকেও দুটি ম্যাচ। রাতের বিগ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। গেল রাতে তামিম ইকবালের ৮৬ রানের ঝড়ে ৭ উইকেটে জিতে বরিশাল। ক্রেজি হোম ক্রাউড অবশ্য হার দেখে শুরু করে বিপিএল পর্ব। ঘরের দলটি যে এখনও পায়নি জয়ের দেখা। আজ তাই সিলেটের জন্য ঘুরে দাঁড়ানোর মিশন, দর্শকেরাও অপেক্ষায় উৎসব উদযাপনের। হ্যাটট্রিক হার রুখতে সিলেট দলে রাহকিম কর্নওয়াল। বরিশালের উইকেটকিপারের ভূমিকায় নাজমুল হোসেন শান্ত। টসে হেরে আগে ব্যাটিংয়ে সিলেট স্ট্রাইকার্স। 

ফরচুন বরিশালের জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এক ম্যাচ পর আজ ফিরলেন সেরা একাদশে। আগের ম্যাচে ব্যর্থ হওয়া প্রীতম কুমার হারালেন জায়গা। চোট পাওয়া মুশফিকুর রহিম আজকেও কিপিং করতে পারবেন না। ফলে উইকেটকিপিং গ্লাভস উঠল নাজমুল শান্তর হাতে। 

এই আসরে সিলেট হারল প্রথম দুই ম্যাচেই। এক রংপুরের কাছেই ব্যাক টু ব্যাক ম্যাচে হারের স্বাদ। গতকাল দিনের প্রথম ম্যাচে হোম ক্রাউডের সামনে লড়াই অবশ্য জমিয়ে তুলে আরিফুল হকের দল। ঘরের মাঠের বিপিএলে ২০৫ রানের সংগ্রহ পেয়েও শেষ পর্যন্ত তাদের ম্যাচ হারতে হয় ১ ওভার বাকি থাকতে ৮ উইকেটে। 

বিপরীতে, গেল রাতে দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জেতান তামিম ইকবাল। ১১ চার ও ৩ ছক্কায় ৪৮ বলে ৮৬ রান করে দলকে জিতিয়ে অপরাজিত থেকে ফিরলেন বরিশাল অধিনায়ক। এই বিপিএলে দুর্বার রাজশাহীকেই হারাল তারা দুই বার। 

ফরচুন বরিশাল একাদশ-

তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (উইকেটকিপার), কাইল মায়ের্স, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, তানভীর ইসলাম, জাহানদাদ খান। 

সিলেট স্ট্রাইকার্স একাদশ-

রনি তালুকদার, জর্জ মানসি, জাকির হাসান, রাহকিম কর্নওয়াল, জাকের আলি অনিক, অ্যারন জোন্স, আরিফুল হক (অধিনায়ক), তানজিম হাসান সাকিব, নিহাদউজ্জামান, রিস টপলি, আল-আমিন হোসেন। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three