Image

১২ লাখ রুপি জরিমানা আক্সার প্যাটেলের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
১২ লাখ রুপি জরিমানা আক্সার প্যাটেলের

১২ লাখ রুপি জরিমানা আক্সার প্যাটেলের

১২ লাখ রুপি জরিমানা আক্সার প্যাটেলের

স্লো ওভার রেটের কারণে এবার ১২ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে দিল্লি ক্যাপিটালস অধিনায়ক আক্সার প্যাটেলকে। রবিবার রাতে দিল্লিতে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারের ম্যাচে স্লো ওভার রেটের শাস্তি পেলেন দলটির অধিনায়ক।

আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, একজন অধিনায়ককে এক মৌসুমে প্রথমবারের মতো স্লো ওভার রেটের অপরাধের জন্য ১২ লক্ষ রুপি জরিমানা করা হয়।

আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ না করায় অধিনায়ক হিসেবে দায় গেছে আক্সার প্যাটেলের উপর।

২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিল্লি অলআউট ১৯৩ রানে। ১২ রানের এই হারে পাঁচে পাঁচ জয় হলো না দিল্লির। অন্যদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ষষ্ঠ ম্যাচে পেল দ্বিতীয় জয়।

Details Bottom
Details ad One
Details Two
Details Three