রিশাদ ম্যাজিকে প্রথম জয় পেল লাহোর কালান্দার্স

রিশাদ ম্যাজিকে প্রথম জয় পেল লাহোর কালান্দার্স
রিশাদ ম্যাজিকে প্রথম জয় পেল লাহোর কালান্দার্স
পিএসএলে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের স্বপ্নের মতো অভিষেক, ৩ উইকেট নিয়ে জেতালেন লাহোর কালান্দার্স দলকে। কোয়েটা গ্লাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়ে দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেল লাহোর।
পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে হেরেছিল লাহোর কালান্দার্স। সেই ম্যাচের একাদশে জায়গা পাননি রিশাদ হোসেন। কিন্তু পরের ম্যাচেই রিশাদ পান খেলার সুযোগ, রাওয়ালপিন্ডির মাঠে নেমেই করলেন বাজিমাত।
রাইলি রুশোকে বোল্ড করে রিশাদ পান পিএসএলে নিজের প্রথম উইকেটের দেখা। এরপর এক ওভারে নেন জোড়া শিকার। ৪ ওভারের কোটায় রিশাদ ৩ উইকেট নিতে খরচ করেছেন ৩১ রান। ইনিংসের ১৩তম ও নিজের শেষ ওভারে এসে ৬ রানের বিনিময়ে ধরেন জোড়া শিকার। মোহাম্মদ আমিরকে ফিরিয়ে তুলে নেন আবরার আহমেদের উইকেটও।
এদিন লাহোর কালান্দার্সের পক্ষে রিশাদই সেরা বোলার। ধুঁকতে থাকা কোয়েটা গ্লাডিয়েটর্স নির্ধারিত ওভারের আগেই গুটিয়ে গেছে ১৪০ রানে। আর তাতে ৭৯ রানের বড় ব্যবধানে জিতেছে লাহোর।
এর আগে অবশ্য ব্যাট হাতে ১ বল খেলে অপরাজিত থাকেন ১ রানে। টস হেরে আগে ব্যাট করতে নেমে তাদের রান আসে ৬ উইকেটে ২১৯। ওপেন করতে নামা ফখর জামান ৩৯ বলে খেলেন সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস। তার হাতেই উঠল ম্যাচ সেরা ক্রিকেটারের পুরস্কার।