Image

বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারাল বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 17 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারাল বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারাল বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারাল বাংলাদেশ

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ কোয়ালিফায়ারে প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বোলারদের দাপুটে পারফর্ম্যান্সের পর ফিফটি হাঁকিয়ে ৫৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন সোবহানা মোস্তারি। 

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে স্কটল্যান্ড প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ২৫১ রান। জবাবে মাত্র ৪১.৩ ওভারেই জয় নিশ্চিত করে টাইগ্রেসরা। এই জয়ের মধ্য দিয়ে কোয়ালিফায়ার সামনে রেখে প্রস্তুতিতে আত্মবিশ্বাস যোগালো বাংলাদেশ নারী দল।

স্কটল্যান্ডের পক্ষে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সারাহ ব্রাইস (৫৮), ডার্সি কার্টার (৫৫), এবং ক্যাথরিন ফ্রেজার (৫২ অপরাজিত)। অধিনায়ক ক্যাথরিন ব্রাইস করেন ৩১ রান। বল হাতে বাংলাদেশের রিতু মনি ২২ রানে ২টি এবং মারুফা আক্তার ২২ রানে ১টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরু থেকেই ছিল ইতিবাচক মনোভাব। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রানে অপরাজিত থাকেন সোবহানা মোস্তারি। এছাড়া ফারজানা হক ৪৮, রিতু মনি ৩৪ ও ইশমা তানজিম ২৬ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। স্কটল্যান্ডের পক্ষে ক্লো অ্যাবেল ২টি এবং ডার্সি কার্টার ১টি উইকেট শিকার করেন।

টুর্নামেন্টে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা করবে। এই প্রতিযোগিতার শীর্ষ দুই দল ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এ খেলার সুযোগ পাবে।

বাংলাদেশ স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শরমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফারজানা হক, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার ও রিতু মনি। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three