Image

করবিন বশকে পিসিবির আইনি নোটিশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
করবিন বশকে পিসিবির আইনি নোটিশ

করবিন বশকে পিসিবির আইনি নোটিশ

করবিন বশকে পিসিবির আইনি নোটিশ

দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একটি আইনি নোটিশ পাঠিয়েছে। বশের উপর পেশাদার এবং চুক্তিগত দায়িত্ব ভঙ্গের অভিযোগে এই নোটিশটি পাঠানো হয়েছে। মূলত পিএসএল ছেড়ে আইপিএল খেলার সিদ্ধান্তেই বশের উপর ক্ষিপ্ত পিসিবি।

৩০ বছর বয়সী বশ ১৩ জানুয়ারি লাহোরে অনুষ্ঠিত হওয়া ১০ম পিএসএল প্লেয়ার ড্রাফটে পেশোয়ার জালমি দলের হয়ে ডায়মন্ড ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছিলেন। তবে পিসিবি দাবি করেছে যে, তিনি নিজের চুক্তির প্রতি অবিচল না থেকে পিএসএল থেকে সরে দাড়ান।

বশকে পাঠানো আইনি নোটিশ নিয়ে পিসিবি এক বিবৃতিতে বলেছে, "ওই খেলোয়াড়ের এজেন্টের মাধ্যমে আইনি নোটিশ দেওয়া হয়েছে। ওই খেলোয়াড়কে তার পেশাগত দায়বদ্ধতা ও চুক্তির শর্তাবলি ভঙ্গের যৌক্তিকতা ব্যাখ্যা করতে বলা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরিণাম কী হতে পারে, সেটি তাকে জানিয়ে দিয়ে উত্তর দিতে সময় বেঁধে দেওয়া হয়েছে। পিসিবি এই বিষয়ে আর কোনো মন্তব্য করবে না।"

এখনো পর্যন্ত বশের প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে পিসিবি তাদের অবস্থান স্পষ্ট করেছে যে, এই বিষয়টি তাদের জন্য একটি গুরুতর বিষয়।

উল্লেখ্য, এবারই প্রথম একই সময়ে হচ্ছে আইপিএল ও পিএসএল। আগে ড্রাফট থেকে পেশোয়ার জালমি করবিন বশকে দলে টানলেও এরপর ৮ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্স দক্ষিণ আফ্রিকান লিজাড উইলিয়ামসের বদলে করবিন বশকে দলে নেয়। তার স্বাভাবিকভাবেই পিএসএল ছেড়ে বিশ্বের এক নাম্বার ফ্রাঞ্চাইজি লিগে খেলার সিন্ধান্ত নিয়েছেন করবিন বশ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three