‘খেলার আলোচনায় ছোলে বাটুরে নিয়ে কথা কেন?’ অনুষ্ঠানের সঞ্চালককে একহাত কোহলির

‘খেলার আলোচনায় ছোলে বাটুরে নিয়ে কথা কেন?’ অনুষ্ঠানের সঞ্চালককে একহাত কোহলির
‘খেলার আলোচনায় ছোলে বাটুরে নিয়ে কথা কেন?’ অনুষ্ঠানের সঞ্চালককে একহাত কোহলির
ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার ভিরাট কোহলি সম্প্রতি এমন মন্তব্য করেছেন যা ক্রিকেট সম্প্রচারের পদ্ধতিকে কেন্দ্র করে সমালোচনার সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেছেন, খেলার সময় তার ব্যক্তিগত জীবন বা পছন্দের খাবারের কথা না বলে, বরং ক্রিকেট সম্পর্কিত আলোচনা হওয়া উচিত।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটে কোহলি বলেন, "ব্রডকাস্ট শো-তে ক্রিকেটের খেলা নিয়ে কথা বলা উচিত, আমার গতকালের লাঞ্চ বা দিল্লির পছন্দের চোলেভাটুরে জায়গার কথা নয়। এমন কিছু ক্রিকেট ম্যাচের সময় আলোচনা হওয়া উচিত নয়। বরং, এক জন অ্যাথলেট কীভাবে ক্রিকেট খেলছে, তার সম্পর্কে কথা বলা উচিত।"
তিনি আরও বলেন, "অ্যাথলেটদের কাহিনী তুলে ধরা উচিত, তাদের ব্যক্তিগত জীবন নয়।" কোহলি মনে করেন, ভারতকে একটি স্পোর্টস-ফরোয়ার্ড জাতি হিসেবে গড়ে তোলার জন্য এটি সবার সম্মিলিত দায়িত্ব। শুধুমাত্র অবকাঠামো বা অর্থনৈতিক বিনিয়োগ নয়, বরং দর্শকদেরও এটি নিয়ে সচেতন হতে হবে।
কোহলি জানিয়েছেন, ভারতের প্রথম অলিম্পিক সোনা জয় করতে পারা বিশাল একটি সুযোগ হবে। "আইপিএলসহ বিশ্বব্যাপী টি-টোয়েন্টি লিগগুলি অনেক বড় ভূমিকা রেখেছে। অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়া অনেক বড় বিষয় হবে। আমরা অনেক কাছাকাছি থাকতে পারি,"
অবসর পরিকল্পনা নিয়ে কোহলি বলেন, "এটা আসলে সব কিছুই নির্ভর করে খেলার প্রতি আমার ভালোবাসা, আনন্দ এবং প্রতিযোগিতামূলক স্পিরিটের ওপর। যতদিন তা থাকবে, ততদিন আমি খেলা চালিয়ে যাব। আমি কোনো অর্জনের জন্য খেলছি না।"
তবে, ৩৬ বছর বয়সী কোহলি জানিয়েছেন যে, হয়তো আর অস্ট্রেলিয়ার কোনো টুর্নামেন্টে খেলার সুযোগ থাকবে না। কোহলি তার ক্যারিয়ার নিয়ে সতর্ক হলেও, খেলা নিয়ে তার আগ্রহ এখনও অটুট।