১১৫ রানে অপরাজিত থেকে দলকে জেতালেন সাদমান

১১৫ রানে অপরাজিত থেকে দলকে জেতালেন সাদমান
১১৫ রানে অপরাজিত থেকে দলকে জেতালেন সাদমান
ডিপিএলে সাদমান ইসলামের সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। রূপগঞ্জের ২৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩১ বল হাতে রেখেই লক্ষে পৌছে যায় অগ্রণী ব্যাংক।
রবিবার বিকেএসপিতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে সব কয়টি উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করে রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাব। দলের হয়ে সর্বোচ্চ ১০৯ বলে ৮১ রানের ইনিংস খেলেন আমিত হাসান। আসাদুল্লাহ আল গালিব ৫৭,আরিফুল হক ৪০ এবং অধিনায়ক আল আমিন জুনিয়র খেলেন ৩২ রানের ইনিংস।
অগ্রণী ব্যাংকের হয়ে রুয়েল মিয়া ও তাইবুর রহমান দুজন ই শিকার করেন ৩ উইকেট করে।
রান তাড়া করতে নেমে ২৮ রান করে ইমরানুজ্জামান বিদায় নিলে ৮৬ রানের জুটি গড়ে দলকে অনেক দূর এগিয়ে দেন সাদমান ইসলাম ও ইমরুল কায়েস। ফিফটি তুলে নিয়ে ৫৮ বলে ৬২ রানের ইনিংস খেলে মাহমুদুল হাসানের বলে আউট হন ইমরুল কায়েস৷
১১ চার ও ২ ছয়ে ১১৫ রান করে অপরাজিত থাকেন সাদমান ইসলাম। ৩৪.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই লক্ষ্য তাড়া করে ফেলে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। মার্শাল আইয়ুব অপরাজিত থাকেন ৩৪ রানে। রূপগঞ্জের ২ টি উইকেট পান মাহমুদুল হাসান।