Image

বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক আশরাফুল, হার্শেল গিবস হেড কোচ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 দিন আগেআপডেট: 2 সেকেন্ড আগে
বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক আশরাফুল, হার্শেল গিবস হেড কোচ

বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক আশরাফুল, হার্শেল গিবস হেড কোচ

বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক আশরাফুল, হার্শেল গিবস হেড কোচ

ভারতের সাবেক প্রধান নির্বাচক চেতন শর্মার সমর্থনে শুরু হতে যাচ্ছে নতুন ক্রিকেট লিগ যার নাম দেয়া হয়েছে এশিয়ান লিজেন্ডস লিগ। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশ সহ এশিয়ার ৫ টি দল। এশিয়ান লিজেন্ডস লিগ ১০ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত রাজস্থানে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, হার্শেল গিবস পেলেন হেড কোচের দায়িত্ব।  

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৫ টি দল হলো ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, বাংলাদেশ টাইগার্স, আফগানিস্তান পাঠানস এবং রেস্ট অব এশিয়ান স্টারস। এরমধ্যে বাংলাদেশ টাইগার্সের কোচের দায়িত্বে থাকবেন হার্শেল গিবস, শিবনারায়ণ চন্দরপল হবেন আফগানিস্তান পাঠানসের কোচ এবং মারভান আতাপাত্তু দায়িত্বে থাকবেন রেস্ট অব এশিয়ান স্টারসের।

চেতন শর্মা এই প্রতিযোগিতা সম্পর্কে বলেন, "এটি শুধু একটি ক্রিকেট লিগ নয়, বরং এটি অবসরপ্রাপ্ত এশীয় ক্রিকেটারদের জন্য একটি উদযাপন। এটি ভক্তদের জন্য একটি দুর্দান্ত সুযোগ, যেখানে তারা তাদের পছন্দের ক্রিকেট কিংবদন্তিদের খেলা দেখতে পারবেন।" 

এশিয়ান লিজেন্ডস লিগের সূচি:

১০ মার্চ - আফগানিস্তান পাঠানস বনাম রেস্ট অব এশিয়ান স্টারস
১০ মার্চ- ইন্ডিয়ান রয়্যালস বনাম বাংলাদেশ টাইগার্স
১১ মার্চ- বাংলাদেশ টাইগার্স বনাম আফগানিস্তান পাঠানস
১১ মার্চ- ইন্ডিয়ান রয়্যালস বনাম শ্রীলঙ্কান লায়ন্স
১২ মার্চ- শ্রীলঙ্কান লায়ন্স বনাম আফগানিস্তান পাঠানস
১২ মার্চ- বাংলাদেশ টাইগার্স বনাম রেস্ট অব এশিয়ান স্টারস
১৩ মার্চ- রেস্ট অব এশিয়ান স্টারস বনাম শ্রীলঙ্কান লায়ন্স
১৩ মার্চ- ইন্ডিয়ান রয়্যালস বনাম আফগানিস্তান পাঠানস
১৪ মার্চ- শ্রীলঙ্কান লায়ন্স বনাম বাংলাদেশ টাইগার্স
১৪ মার্চ- ইন্ডিয়ান রয়্যালস বনাম রেস্ট অব এশিয়ান স্টারস

এলিমিনেটর ১- ৪র্থ স্থান বনাম ৫ম স্থান
কোয়ালিফায়ার ১- ১ম স্থান বনাম ২য় স্থান
এলিমিনেটর ২- ৩য় স্থান বনাম এলিমিনেটর ১ বিজয়ী
কোয়ালিফায়ার ২- কোয়ালিফায়ার ১ পরাজিত বনাম এলিমিনেটর ২ বিজয়ী

ফাইনাল- ১৮ মার্চ

এই প্রতিযোগিতার প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি, নয়াদিল্লিতে, যেখানে শুধুমাত্র নিবন্ধিত খেলোয়াড়দের মধ্য থেকে দল নির্বাচন করা হবে। এই নতুন টি-টোয়েন্টি লিগে এশিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের এক ছাদের নিচে দেখতে মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three