Image

বিক্রি হচ্ছে আইপিএল দল গুজরাট টাইটান্সের মালিকানা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিক্রি হচ্ছে আইপিএল দল গুজরাট টাইটান্সের মালিকানা

বিক্রি হচ্ছে আইপিএল দল গুজরাট টাইটান্সের মালিকানা

বিক্রি হচ্ছে আইপিএল দল গুজরাট টাইটান্সের মালিকানা

২০২৫ সালের আইপিএল শুরুর আগে বিশাল পরিবর্তন আসতে চলেছে গুজরাট টাইটান্সের মালিকানায়। ২০২২ সালের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাটের মালিকানার বেশীর ভাগ চলে যাচ্ছে টরেন্ট গ্রুপের কাছে। অর্থাৎ ফ্রাঞ্চাইজিটি পরিচালিত হবে যৌথ মালিকানায়।

ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, আহমেদাবাদভিত্তিক প্রতিষ্ঠান টরেন্ট গ্রুপ গুজরাট টাইটানসের ৬৭ শতাংশ শেয়ার কিনে নিতে চলেছে। তবে এই শেয়ার কেনাবেচার কোনো মূল্যের কথা উল্লখ করা হয়নি। 

তবে মালিকানা বিক্রি করার আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এটা মোটামুটি নিশ্চিত। ধারনা করা হচ্ছে,  আইপিএল ২০২৫ শুরুর আগেই মালিকানা হস্তান্তর চূড়ান্ত হবে।  

বর্তমানে গুজরাট টাইটান্সের মালিকানা রয়েছে সিভিসি ক্যাপিটালসের হাতে। ২০২১ সালে তারা ৫৬২৫ কোটি টাকা ব্যয়ে গুজরাট ফ্র্যাঞ্চাইজি কিনেছিলেন তারা। মজার বিষয় হলো ২০২১ সালে সেই আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি কেনার দৌড়ে ছিল টরেন্ট গ্রুপও। 

তবে বিডে গুজরাট ও লোখনৌ এর কাছে পরাজিত হয়ে শেষ পর্যন্ত দল কেনার সুযোগ পায়নি তারা। এবার সেই টরেন্ট গ্রুপই সিভিসি ক্যাপিটালসের কাছ থেকে গুজরাট টাইটানসের শেয়ার কিনতে চলেছে।  

২০২২ সালে প্রথমবার আইপিএলে অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয়ে সাড়া ফেলে দিয়েছিলো গুজরাট টাইটান্স। পরের আইপিএলেও উঠেছিলো ফাইনালে। তবে সবশেষ ২০২৪ সালের আইপিএলটা ভালো যায়নি। পয়েন্ট টেবিলের ৮ নাম্বরে থেকে আসর শেষ করে গুজরাট টাইটান্স।

Details Bottom
Details ad One
Details Two
Details Three