তামিমের বিরুদ্ধে খেলা হবে না সাকিবের, টুর্নামেন্টকেই বললেন ‘না’
-
1
চার বলের ঝড়ে ম্যাচ ঘুরালেন মোস্তাফিজ, গালফকে উড়িয়ে বড় জয় দুবাইয়ের
-
2
অভিজ্ঞতার ঝলক, সংখ্যার মাইলফলক, আইএল টি-টোয়েন্টিতে আবার আলোয় সাকিব
-
3
৩২৩ রানে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ, ২-০ সিরিজ জয় নিউজিল্যান্ডের
-
4
অ্যাশেজের বাকি দুই টেস্টে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার, নেই কামিন্স-লায়ন
-
5
এক ওভারে পাঁচ উইকেট: টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়লেন ইন্দোনেশিয়ার প্রিয়ানদানা
তামিমের বিরুদ্ধে খেলা হবে না সাকিবের, টুর্নামেন্টকেই বললেন ‘না’
তামিমের বিরুদ্ধে খেলা হবে না সাকিবের, টুর্নামেন্টকেই বললেন ‘না’
চলমান লিজেন্ড নাইন্টি লিগে মাঠ মাতানোর কথা ছিল বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবালের। বিগ বয়েজ ইউনিকারির হয়ে অবশ্য খেলতে যাবেন তামিম। তবে টুর্নামেন্ট থেকেই নাম সরিয়ে নিলেন দুবাই জায়ান্টসের অধিনায়ক সাকিব আল হাসান।
লিজেন্ড ৯০ লিগের সৌজন্যেও সাকিব-তামিমের একসাথে মাঠে নামা হচ্ছে না। বিপিএল শেষ, দেশে আর কোনো ব্যস্ততা না থাকায় তামিম ইকবাল টুর্নামেন্ট খেলতে যাবেন ভারতে। বিপরীতে, সাকিব আল হাসান না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। দুবাইয়ে এসে ভারতে যাওয়ার বদলে তিনি আবার ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে।
৬ ফেব্রুয়ারি ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে শুরু হয় লিজেন্ড নাইনটি লিগ। যা মূলত জাতীয় দল থেকে অবসরে যাওয়া প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে একটি টুর্নামেন্ট। টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ১৮ ফেব্রুয়ারি।
তামিম ইকবাল এবং সাকিব আল হাসান; বাংলাদেশ ক্রিকেটের দুই সেরা খেলোয়াড়। সাম্প্রতিক বছরগুলিতে দু'জনের মধ্যে টানাপোড়েনের সম্পর্ক। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা তাদের একই প্রতিযোগিতায় ভিন্ন দলের হয়ে খেলতে দেখবে বলে আশা করেছিল; যা অবশ্য আর সম্ভব হচ্ছে না।
তামিম ইকবালের সাথে একই দলে বাংলাদেশের আরেক প্রাক্তন আব্দুর রাজ্জাক। ক্রিস গেইল, তিলেকারত্নে দিলশান, উপুল থারাঙ্গা, হার্শেল গিবসের মতো তারকা ক্রিকেটাররা বিগ বয়জের স্কোয়াডে।
