কেকেআর উমরান মালিককে হারিয়ে পেল চেতন সাকারিয়াকে

কেকেআর উমরান মালিককে হারিয়ে পেল চেতন সাকারিয়াকে
কেকেআর উমরান মালিককে হারিয়ে পেল চেতন সাকারিয়াকে
২০২৫ সালের আইপিএল ৯ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি, তার আগেই ধাক্কা খেল কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবির। ইনজুরির কারণে পুরো আসর থেকেই ছিটকে গেলেন তারকা পেসার উমরান মালিক। যাকে ৭৫ লক্ষ ভারতীয় রুপিতে দলে নিয়েছিল কোলকাতা। উমরান মালিকের পরিবর্তে দলে যুক্ত হয়েছেন চেতন সাকারিয়া।
এখন পর্যন্ত নেট বোলার হিসেবে কেকেআরের সঙ্গে যুক্ত ছিলেন সাকারিয়া। কিন্তু উমরান মালিকের ইনজুরির কারণে তাকে মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে উমরান বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চিকিৎসাধীন। কেকেআর আশা করেছিল এপ্রিলের মাঝামাঝি সময়ে উমরান পুরোপুরি ফিট হয়ে আইপিএলে খেলতে পারবেন। কিন্তু বর্তমানে তার চোটের পরিস্থিতি দেখে টিম ম্যানেজমেন্ট আর ঝুঁকি নিতে চায়নি এবং সাকারিয়াকে মূল দলে নিয়ে এসেছে।
উমরান মালিকের গতির বোলিং নিয়ে চর্চা থাকলেও, চোটের কারণে জাতীয় দলের হয়ে নিয়মিত খেলা হয়নি। ঘরোয়া ক্রিকেটেও তিনি চোট সমস্যার কারণে অনেক সময় মাঠে নামতে পারেননি। কেকেআরে যোগ দেওয়ার আগেও তিনি চোটের কারণে আইপিএলে কিছুটা অনিশ্চিত ছিলেন। এখন সাকারিয়া কেকেআরের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন।
চেতন সাকারিয়া ভারতের হয়ে একটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এছাড়া, আইপিএলে ১৯টি ম্যাচে ২০টি উইকেট নিয়েছেন। কেকেআর তাকে ৭৫ লক্ষ ভারতীয় রুপিতে দলে নিয়েছে এবং আশা করছে সাকারিয়া দলে যোগ দিয়ে নতুন দায়িত্ব পালন করবেন।