Image

ভারতীয় সিনেমা ‘রবিনহুডে’ অভিনয় করলেন ডেভিড ওয়ার্নার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভারতীয় সিনেমা ‘রবিনহুডে’ অভিনয় করলেন ডেভিড ওয়ার্নার

ভারতীয় সিনেমা ‘রবিনহুডে’ অভিনয় করলেন ডেভিড ওয়ার্নার

ভারতীয় সিনেমা ‘রবিনহুডে’ অভিনয় করলেন ডেভিড ওয়ার্নার

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের এবার অভিষেক হতে চলেছে ভারতীয় তেলুগু সিনেমায়। তেলুগু পরিচালক ভেঙ্কি কুদুমুলার আগামী ছবি 'রবিনহুড' এ ক্যামিও চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটিতে অভিনয় করবেন নিতীন ও শ্রীলীলা। মুক্তি পাবে ২৮ মার্চ, ২০২৫ এ।

১৫ মার্চ সোশ্যাল মিডিয়ায় 'রবিনহুড' ছবির প্রথম লুক পোস্টার মুক্তি পেয়েছে। অস্ট্রেলিয়ান এই কিংবদন্তিকে স্বাগত জানিয়ে পোস্টারে লেখা হয়েছে, "বাউন্ডারি থেকে বক্স অফিস, ভারতীয় সিনেমায় স্বাগতম।" সেটি আবার শেয়ার করে ওয়ার্নার লিখেছেন, "ভারতীয় সিনেমা, এখানে আমি আসছি। রবিনহুড ছবির অংশ হতে পেরে আমি আনন্দিত। এই ছবির শুটিং করার অভিজ্ঞতা অসাধারণ ছিল।"

নেটিজেনরা উচ্ছ্বসিতভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন ডেভিড ওয়ার্নারের সিনেমায় আসার ব্যাপারে। এক নেটিজেন মন্তব্য করেছেন, "তোমার জন্য প্রথমবার তেলুগু সিনেমা দেখব।" আরেকজন লিখেছেন, "অভিনয়ে ছক্কা মারবে তুমি, বন্ধু।" আরেক ব্যাক্তি  মন্তব্য করেছেন, "কেন তুমি ভারতীয় বিনোদন দুনিয়ায় আসলে?"

উল্লেখযোগ্য যে, ডেভিড ওয়ার্নারের তেলুগু সিনেমার সঙ্গে সম্পর্ক অনেক আগেই শুরু হয়েছিল। ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের অধিনায়ক হিসেবে আইপিএলে শিরোপা জেতার পর তার তেলুগু গান ও নাচের প্রতি ভালোবাসা জনসমক্ষে আসে। 'শ্রীভল্লী' (পুশ্পা) এবং 'মাইন্ড ব্লক' (সারিলেরু নীেকেভ্বরু) গানের সাথে তার নাচের ভিডিওগুলো তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

'রবিনহুড' ছবিটি নিয়ে তেলুগু সিনেমা প্রেমীরা উচ্ছ্বসিত, আর সবাই অপেক্ষায় আছে দেখতে ওয়ার্নার অভিনয়ে কতটা নতুন স্বাদ এনে দিতে পারেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three