৮৯ রানে অলআউট প্রাইম ব্যাংক, সহজ ম্যাচে ব্যর্থ নাইম-শামীম

৮৯ রানে অলআউট প্রাইম ব্যাংক, সহজ ম্যাচে ব্যর্থ নাইম-শামীম
৮৯ রানে অলআউট প্রাইম ব্যাংক, সহজ ম্যাচে ব্যর্থ নাইম-শামীম
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আজ বিকেএসপিতে লো-স্কোরিং রোমাঞ্চ দেখিয়েছে প্রাইম ব্যাংক–গাজী গ্রুপ। আগে ব্যাট করতে নেমে ১৮৩ রান সংগ্রহ করতে পারা গাজী গ্রুপ ক্রিকেটার্স বল হাতে দাপট দেখিয়ে এই ম্যাচ জিতল ৯৪ রানে। নাইম শেখ, শামীম পাটোয়ারিদের ব্যর্থতার দিনে মাত্র ৮৯ রানে গুটিয়ে গেছে গাজী গ্রুপ।
আগের টানা দুই ম্যাচে ফিফটির দেখা পাওয়া এনামুল হক বিজয়ের ব্যাট থেকে আজ আসে গুরুত্বপূর্ণ ৪৮ রানের ইনিংস, এরপর বোলারদের দাপুটে পারফর্ম্যান্সে জয় পেয়েছে বিজয়ের দল গাজী গ্রুপও। বিকেএসপির ৪ নম্বর মাঠে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারের অনেক আগেই ১৮৩ রানে থামে গাজী গ্রুপের খেলা।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক এনামুল হক বিজয়। মাত্র ৪৪ বল খেলা বিজয় ৫ চার ও ১ ছক্কায় সাজান তার ইনিংস। টপ অর্ডার থেকে আর রান পেয়েছেন কেবল ওয়াসি সিদ্দিকি। শেষদিকে আমিনুল ইসলাম বিপ্লবের ৩৫, তোফায়েল আহমেদের ২০, আব্দুল গাফফার সাকলাইনের ২৪ রানে ভর দিয়ে স্কোরবোর্ডে ১৮৩ রান জমা করতে পারে গাজী গ্রুপ।
১৮৪ রানের সহজ টার্গেট পেয়েও কাজে লাগাতে পারেনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ইনিংসের প্রথম ডেলিভারিতেই গাজী গ্রুপের স্পিনার শামসুর রহমান শুভ তুলে নেন সাব্বির হোসেনের উইকেট। ছন্দে থাকা আরেক ওপেনার নাইম শেখ এদিন ১৫ রানের বেশি করতে পারেননি। তিনে নামা জাকির হাসানের ব্যাট থেকে আসে ১১, শাহাদাত দিপু উইকেট হারান ব্যক্তিগত ১২ রানে।
টপ অর্ডারের ব্যর্থতার দিনে রান পাননি অধিনায়ক ইরফান শুক্কুরও, ১১ বল খেলে রান পেয়েছেন কেবল ২। মিডল অর্ডারের ভরসা শামীম পাটোয়ারিও দলকে বিপর্যয় থেকে টেনে তুলতে পারেননি। ১৩ বলের ইনিংসে শামীমের ব্যাট থেকে রান আসে কেবল ৪। শেষদিকে রিশাদ হোসেন ২২ বলে ২১ রান করে দলের হারের ব্যবধান কমিয়েছেন।
মাত্র ২৩.২ ওভারেই গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। দারুণ বোলিংয়ে গাজী গ্রুপ নাইম-শামীমদের অলআউট করে মাত্র ৮৯ রান। এনামুল হক বিজয়ের দল বিকেএসপিতে বাজিমাত করে ম্যাচ জিতল ৯৪ রানে।