৯১ রানে অলআউট হয়ে পাকিস্তান ম্যাচ হারল ৯ উইকেটে

৯১ রানে অলআউট হয়ে পাকিস্তান ম্যাচ হারল ৯ উইকেটে
৯১ রানে অলআউট হয়ে পাকিস্তান ম্যাচ হারল ৯ উইকেটে
চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা নিউজিল্যান্ড সফরেও নিয়ে এসেছে পাকিস্তান দল। ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কাইল জেমিসন, জ্যাকব ডুফির পেস তান্ডবের সামনে পাকিস্তানের ব্যাটাররা রীতিমতো অসহায় আত্মসমর্পণ করে বসে। মাত্র ৯১ রানে অলআউট হয়ে পাকিস্তান ম্যাচ হারল ৯ উইকেটে। প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান।
কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ড গড়ল পাকিস্তান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি পাকিস্তানের পঞ্চম সর্বনিম্ন স্কোর। ম্যাচ জিততে ১২০ বলে নিউজিল্যান্ডের প্রয়োজন হয় ৯২ রানের। সহজ টার্গেট টপকাতে কেবল ১ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। ৯.৫ ওভার বাকি থাকতেই নিশ্চিত হয় ৯ উইকেটের বিশাল জয়।
রান তাড়ায় নেমে শাহীন শাহ আফ্রিদির শুরুর ওভার বেশ দেখে-শুনে খেললেও দ্রুতই আক্রমণাত্মক হয়ে ওঠে নিউজিল্যান্ডের দুই ওপেনার। বিশেষ করে টিম সেইফার্ট, আফ্রিদি প্রথম ওভারে কেবল ১ রান দিলেও নিজের পরের ওভার করতে এসে সেইফার্টের কাছে খরচ করেন মোট ১৬। দারুণ খেলতে থাকা সেইফার্ট অবশ্য পাওয়ার-প্লেতেই বিদায় নেন আবরার আহমেদের স্পিনের শিকার হয়ে। প্যাভিলিয়নে ফেরার আগে ৭ চার ও ১ ছক্কায় ২৯ বলে করেন ৪৪ রান।
আরেক ওপেনার ফিন অ্যালেন এরপর সঙ্গী হিসেবে পান টিম রবিনসনকে। এই দুইয়ের ব্যাটে চড়েই ৯ উইকেটের সহজ জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড, হাতে বাকি তখন ৯.৫ ওভার। ফিন অ্যালেন অপরাজিত থাকেন ২৯ রানে, রবিনসনের ব্যাটে ১৫ বলে ১৮।
ক্রাইস্টচার্চের হেগলি ওভালে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে সালমান আগার দল। শুরুর ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে সফরকারী দল। দুই ওপেনারের একজনও রানের খাতা খুলতে পারেননি। প্রথম ওভারে কাইল জেমিসনের শিকার মোহাম্মদ হারিস। পরের ওভারে জ্যাকব ডুফি বিদায় করেন অভিষেক ম্যাচ খেলতে নামা ওপেনার হাসান নওয়াজকে। ২ বল খেলা হাসানের প্রথম আন্তর্জাতিক ম্যাচে নামের পাশে ০।
সালমান আগা এবং খুশদিল শাহ দলকে কিছুটা পুনরুদ্ধার করলেও সেট হয়ে তারাও বিদায় নেন। এদিন পাকিস্তানের কেবল ৩ ব্যাটার পৌঁছাতে পারেন দুই অংকের ঘরে। সর্বোচ্চ ৩২ রান আসে খুশদিল শাহর ব্যাট থেকে। তিনে নামা অধিনায়ক সালমান আঘা প্যাভিলিয়নে ফেরার আগে ২০ বলে করেন ১৮। শেষদিকে বলার মতো ১৭ রান পান জাহানদাদ খান। বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে পাকিস্তান নির্ধারিত ওভারের আগেই অলআউট হয়ে যায় মাত্র ৯১ রানে।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া স্বাগতিক পাকিস্তান এবার প্রথম আন্তর্জাতিক ম্যাচেও দেখল একই ভরাডুবি। পাকিস্তানের ইনিংস অল্পতে থামিয়ে দিতে একাই ৪ উইকেট নেন কিউই পেসার জ্যাকব ডুফি। আরেক পেসার কাইল জেমিসন ৪ ওভারে মাত্র ৮ রান খরচায় শিকার করেন ৩ উইকেট।