Image

রাতে দেশে ফিরলেন সৌম্য ও নাহিদ রানা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রাতে দেশে ফিরলেন সৌম্য ও নাহিদ রানা

রাতে দেশে ফিরলেন সৌম্য ও নাহিদ রানা

রাতে দেশে ফিরলেন সৌম্য ও নাহিদ রানা

নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে বাংলাদেশের আসন্ন টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানিয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরছেন ফাস্ট বোলার নাহিদ রানা, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং ট্রেনার নাথান কিলি। নাহিদ রানার সাথে একই ফ্লাইটে ঢাকায় ফিরলেন সৌম্য সরকার। 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আরব আমিরাত থেকে ২৫ মে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। তবে এই দলের সঙ্গে না থেকে দেশে ফেরত এলেন পেসার নাহিদ রানা। সিরিজে থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এই পেসার। তার সঙ্গে ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং দলের ট্রেনার নাথান কিলিও নাম সরিয়ে নিলেন।

পিঠের চোটের কারণে আসন্ন পাকিস্তান সফর থেকে ছিটকে গেছেন সৌম্য সরকার। সদ্য শেষ হওয়া আরব আমিরাত সিরিজের একটি ম্যাচও খেলতে পারেননি সৌম্য। ৩ টি-টোয়েন্টির জন্য পাকিস্তান সিরিজের দলে সুযোগ পেলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাই সৌম্যও আরব আমিরাত থেকে দেশে ফিরে আসলেন। 

আগামী রোববার ড়াটে পাকিস্তানের বিমান ধরবেন ক্রিকেটাররা। আর ভারত থেকে দলের সঙ্গে যোগ দেবেন পেসার মুস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্সের পিএসএল মিশন শেষ হওয়ার পর বাংলাদেশ জাতীয় দলের সাথে যোগ দেবেন মিরাজ। 

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ মে। একদিন পর ৩০ ম্যাচে দ্বিতীয় এবং ১ জুন তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায়।

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল-

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

Details Bottom
Details ad One
Details Two
Details Three