আমিরাতের কাছে সিরিজ হেরে লিটন বললেন, ‘শিশিরের সুবিধা পেয়েছে ওরা’
- 1
পাকিস্তান সফর থেকে নাম সরিয়ে নিলেন নাহিদ রানা
- 2
গ্লোবাল সুপার লিগের সূচি প্রকাশ, রংপুর রাইডার্সের ম্যাচ কার সাথে কবে, কখন
- 3
লাহোরকে ফাইনালের স্বপ্ন দেখাতে এক হয়েছেন সাকিব-মিরাজ
- 4
বাবর-শাহীনদের ছাড়া বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা
- 5
বৃষ্টি ভেজা দিনে নাইম-সাইফের রান উৎসব, বিজয়ের আছে আফসোস

আমিরাতের কাছে সিরিজ হেরে লিটন বললেন, ‘শিশিরের সুবিধা পেয়েছে ওরা’
আমিরাতের কাছে সিরিজ হেরে লিটন বললেন, ‘শিশিরের সুবিধা পেয়েছে ওরা’
অধিনায়ক হয়ে প্রথম অ্যাসাইনমেন্টে এসেই চরমভাবে ব্যর্থ লিটন দাস। বাংলাদেশের অবিশ্বাস্য হার, আমিরাতের ইতিহাস। সহজ প্রতিপক্ষের কাছে টানা দুই ম্যাচে পরাজয়; আগের ম্যাচের মতো সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হেরেও শিশিরকে দায় দিলেন বাংলাদেশ অধিনায়ক। সংযুক্ত আবর আমিরাতকেও অবশ্য কিছুটা কৃতিত্ব দিলেন।
তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে আরব আমিরাত। যে কোনো সংস্করণের ক্রিকেটে প্রথমবারের মতো আমিরাতের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ। চরম হতাশার সিরিজে ট্রফিটা হাতে তুলতে পারলেন না বাংলাদেশের নতুন অধিনায়ক। লিটনের কথায় এটুকু পরিষ্কার বাংলাদেশ আসলে সিরিজ হেরেছে শিশিরের কাছে।
ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অবশ্য লিটনের কথায় হারের একটা কারণও খুঁজে পাওয়া গেল, 'আমরা কিছু ভুল আজকে করেছি ব্যাটিংয়েও। এই উইকেটে ও কন্ডিশনে আমাদের প্রত্যাশিত পারফরম্যান্স হয়নি। তিন ম্যাচেই আমরা দ্বিতীয় ইনিংসে বল করেছি। শিশিরই মূল ব্যাপার ছিল, আমার মতে।'
আরব আমিরাতকে ভালো খেলার কৃতিত্ব দিতে গিয়েও লিটন টেনে আনলেন শিশিরের কথা, 'তারা সত্যিই ভালো খেলেছে। ভালো বোলিং করেছে, এজন্য বেশি রান করতে পারিনি আমরা। তবে ব্যাটিংয়ে কিছুটা শিশিরের সুবিধা পেয়েছে তারা।'
লিটন দাস বারবার শিশিরের ওপর হারের দায় চাপালেও বাংলাদেশের ব্যাটিং কিংবা বোলিং; কোনটাই আশানুরূপ হয়নি এই সিরিজে। বিসিবির অনুরোধে ৩য় ও শেষ ম্যাচটি সংযুক্ত করা না হলে সিরিজ জয়ের সুযোগটা পেত না আরব আমিরাত।