Image

ড্র হলো বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম চারদিনের ম্যাচ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 11 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ড্র হলো বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম চারদিনের ম্যাচ

ড্র হলো বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম চারদিনের ম্যাচ

ড্র হলো বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম চারদিনের ম্যাচ

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের প্রথম চার দিনের খেলা হয়েছে ড্র। ম্যাচ কেউ জিততে না পারলেও ম্যাচ সেরার পুরস্কার জিতলেন বাংলাদেশ ইমার্জিংয়ের স্পিনার রাকিবুল হাসান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৫ উইকেটে ৮৩ রান করার পর ম্যাচটিকে ড্র ঘোষণা করা হয়।

চট্টগ্রামে প্রথম চার দিনের ম্যাচের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ধ্বংসস্তূপ বানিয়ে দেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। ৩১.৪ ওভার বল করা রাকিবুল ৬৪ রান খরচায় শিকার করেন প্রোটিয়াদের ৭ উইকেট। আর তাতেই রাকিবুলের হাতে উঠল ম্যাচসেরা ক্রিকেটারের পুরস্কার। তবে বৃষ্টিবিঘ্নিত প্রথম চার দিনের ম্যাচটি ড্র হয়।

টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ ইমার্জিং দল অলআউট হয় ৩০৮ রানে। সেঞ্চুরি পান ওপেনার আশিকুর রহমান শিবলি। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং তাদের প্রথম ইনিংসে করতে পারে ২৪৩ রান। একাই ৭ উইকেট নিয়ে সফরকারীদের ব্যাটিং অর্ডার বিপর্যস্ত করে দেন স্পিনার রাকিবুল। 

৩১.৪-১০-৬৪-৭ এই বোলিং ফিগারই বলে দেয় রাকিবুলের সামনে কতটা অসহায় ছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২৪৩ রানে অলআউট হলে ৬৫ রানের লিড পায় বাংলাদেশ ইমার্জিং দল। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৮ ওভারের বেশি খেলতে পারেনি। 

বাংলাদেশের রান যখন ৫ উইকেটে ৮৩, ততক্ষণে শেষ হয়ে যায় চতুর্থ অর্থাৎ শেষ দিনের খেলা। ফলে ম্যাচ ড্র'তেই খুশি থাকতে হয় দুই দলকে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three