অ্যান্টিগায় ৩ পেসার নিয়ে আগে বোলিংয়ে বাংলাদেশ
অ্যান্টিগায় ৩ পেসার নিয়ে আগে বোলিংয়ে বাংলাদেশ
অ্যান্টিগায় ৩ পেসার নিয়ে আগে বোলিংয়ে বাংলাদেশ
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আবার টেস্ট খেলতে নামছে বাংলাদেশ দল। অ্যান্টিগায় আজ থেকে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট শুরু। আগের দিনই আনুষ্ঠানিকভাবে একাদশ ঘোষণা করে দিয়েছে স্বাগতিকরা। আজ টসে জিতে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে আগে বোলিং করার।
একদিন আগেই নিজেদের প্লেয়িং ইলেভেন প্রকাশ করে ক্রিকেট উইন্ডিজ। চার পেসার নিয়ে সেরা একাদশ সাজিয়েছে স্বাগতিক দল। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ঐতিহাসিকভাবে পেসারদের জন্য থাকে বাড়তি সুবিধা। তাই বাংলাদেশের ব্যাটারদের চাপে ফেলতে একাদশে চার পেসার রেখেছে উইন্ডিজ।
বিপরীতে, বাংলাদেশ টস জিতে নেমেছে বোলিংয়ে। একাদশ সাজিয়েছে ৩ পেসার ও ২ স্পিনার দিয়ে। তাসকিনের সাথে পেস আক্রমণে শরিফুল ও হাসান মাহমুদ। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সাথে আছেন তাইজুল ইসলাম।
আলজারি জোসেফ, শামার জোসেফ, কেমার রোচ, জয়ডেন সিলসের পেস আক্রমণ সামলাতে হবে বাংলাদেশকে। একাদশে স্পিনার কেবল কাভেম হজ।
তবে বাংলাদেশ দলে চার পেসার খেলানোর ঘটনা বিরলই বলতে হয়। কন্ডিশন বিবেচনায় তিন পেসার নিয়ে ম্যাচ শুরু করছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ-
ক্রেইগ ব্র্যাথওয়েট (ক্যাপ্টেন), জশুয়া ডা সিলভা (ভাইস-ক্যাপ্টেন), অ্যালিক অ্যাথানাজে, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, কেমার রোচ, জয়ডেন সিলস।
বাংলাদেশ একাদশ-
শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, লিটন কুমার দাস (উইকেটকিপার), জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।