Image

ঢাকা লিগে ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নি'ষিদ্ধ করল বিসিবি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ঢাকা লিগে ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নি'ষিদ্ধ করল বিসিবি

ঢাকা লিগে ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নি'ষিদ্ধ করল বিসিবি

ঢাকা লিগে ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নি'ষিদ্ধ করল বিসিবি

আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে নয়জনকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোট ৮ ক্রিকেটার ও একজন টিম অফিশিয়ালকে এক বছরের জন্য নিষিদ্ধ ও সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বিসিবি।

ঘটনা ঘটেছে গত ১৮ নভেম্বর, পিকেএসফের ১ নম্বর মাঠে সুপার লিগের ম্যাচে। যেখানে মুখোমুখি হয়েছিল তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাব। খেলার পরে মাঠের মাঝখানে উভয় পক্ষের খেলোয়াড়েরা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করেন।

বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত এবং পর্যালোচনার পর চাক্ষুষ প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হয়। আচরণবিধির ধারা ২.১৯ এর অধীনে লেভেল ৪ অপরাধে দোষী ঘোষনা করা হয়। এই ধারায় ম্যাচ চলাকালীন খেলার মাঠে যে কোনো সহিংসতা নিয়ে বলা হয়েছে। 

শাস্তি পাওয়া ক্রিকেটাররা হলেন- তেজগাঁও ক্রিকেট একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়, তেজগাঁওয়ের টিম অফিশিয়াল রবিন এবং স্যাফায়ার স্পোর্টিংয়ের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয়। 

বিসিবি সভাপতি ফারুক আহমেদ আচরণবিধি লঙ্ঘন করে এমন কাজগুলির বিষয়ে বিসিবির অবস্থান নিয়ে বলেন, "বিসিবি ঘরোয়া প্রতিযোগিতার কোনও স্তরে শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে নমনীয় হবে না। এটি সব খেলোয়াড় এবং কর্মকর্তাদের কাছে একটি বার্তা হোক যে বোর্ড কঠোরভাবে আচরণবিধি লঙ্ঘন মোকাবেলা করে।"

Details Bottom