তাসকিনের ডাবল উইকেটে বাংলাদেশের প্রথম সেশন
তাসকিনের ডাবল উইকেটে বাংলাদেশের প্রথম সেশন
তাসকিনের ডাবল উইকেটে বাংলাদেশের প্রথম সেশন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আবার টেস্ট খেলতে নামছে বাংলাদেশ দল। প্রথম দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ২ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের রান ৫০। এই সেশনে খেলা হয়েছে মোট ২৩ ওভার। তাসকিনের জোড়া উইকেটে লাঞ্চ ব্রেকে বাংলাদেশের স্বস্তি।
অ্যান্টিগায় আজ থেকে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট শুরু। টসে জিতে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে আগে বোলিং করার। স্বাগতিকদের চার পেসারের বিপরীতে কন্ডিশন বিবেচনায় তিন পেসার নিয়ে ম্যাচ শুরু করে বাংলাদেশ। ইনিংসের ১৪তম ওভারে আসে প্রথম সাফল্য। দলকে উইকেট উদযাপনের মুহূর্ত এনে দেন তাসকিন। ২৫ রানে ভাঙে উদ্বোধনী জুটি। এই রানে থেকেই নেই আরেক উইকেট।
পরপর দুই ওভারে তাসকিন আহমেদ তুলে নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও তিনে নামা কেসি কার্টিকে। তাইজুলের হাতে সহজ ক্যাচ হওয়ার আগে ৮ বল খেলা কার্টি রান করতে পারেননি একটিও। ৩৮ বলে ৪ করা ব্র্যাথওয়েট লেগ বিফোরে হারান উইকেট।
আরেক ওপেনার মিকাল লুইস তখন সঙ্গী হিসেবে পান কাভেম হজকে। ৭২ বলে ৩৬ রান নিয়ে অপরাজিত লুইস। হজ ব্যাট করছেন ১০ রান নিয়ে।
৬ ওভার বল করা তাসকিন আহমেদ ১৯ রান খরচায় দখলে নেন দুই উইকেট।