Image

বিপিএল ২০২৫: খুলনা টাইগার্সের সব ম্যাচের সূচি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএল ২০২৫: খুলনা টাইগার্সের সব ম্যাচের সূচি

বিপিএল ২০২৫: খুলনা টাইগার্সের সব ম্যাচের সূচি

বিপিএল ২০২৫: খুলনা টাইগার্সের সব ম্যাচের সূচি

এবারের বিপিএলে খুলনা টাইগার্স চট্টগ্রামের ভেন্যুতে খেলবে ৪ ম্যাচ, যার সবক'টিই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। ঢাকায় শেষ পর্বে নিজদের শেষ তিন ম্যাচ অবশ্য দুপুরে খেলতে নামবে দলটি। এর আগে ৩১ ডিসেম্বর তারা টুর্নামেন্ট শুরু করবে চিটাগং কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। মিরাজ-ইমরুল-নাসুমদের নিয়ে নতুনভাবে টুর্নামেন্টে চমক দেখানোর আশায় খুলনা। 

৩০ ডিসেম্বর শুরু হয়ে বিপিএলের পর্দা নামবে ৭ ফেব্রুয়ারি। খুলনা টাইগার্স এবারের বিপিএলে শুরুর ঢাকা পর্বে ২ ম্যাচ খেলে সিলেটে পৌঁছে খেলবে আরও ৩ ম্যাচ। এরপর মিরাজ-আফিফ-নাসুমদের গন্তব্য হবে চট্টগ্রামে, সাগরিকায় সবচেয়ে বেশি ৪ ম্যাচ খেলে ফের মিরপুর শের-ই-বাংলায় এসে লিগ পর্বে নিজেদের শেষ তিন ম্যাচে মাঠে নামবে খুলনা।  

খুলনা টাইগার্স রিটেইনড খেলোয়াড় হিসেবে দলে ভিড়িয়েছে আফিফ হোসেন ধ্রুব ও নাসুম আহমেদকে। এছাড়া ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে দলে নিয়েছে তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। ড্রাফটের টেবিল থেকে তারা দলে যুক্ত করে অভিজ্ঞ ইমরুল কায়েস, নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, মাহিদুল অঙ্কনের মতো ব্যাটারদের। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি, অলরাউন্ডার জিয়াউর রহমান এবার বিপিএল মাতাবেন খুলনা টাইগার্সের হয়ে। 

পেস আক্রমণ সাজিয়েছে হাসান মাহমুদ, আবু হায়দার রনি ও দুই বিদেশি মোহাম্মদ হাসনাইন, ওশানে থমাসকে নিয়ে। পাকিস্তানের আরও এক তারকা স্পিনার মোহাম্মদ নওয়াজ খেলবেন খুলনার জার্সিতে। ইংল্যান্ডের লুইস গ্রেগরিকেও তারা দলে যুক্ত করেছে।

খুলনা টাইগার্সের বিপিএল ফিক্সচার-

৩১ ডিসেম্বর- খুলনা টাইগার্স বনাম চিটাগং কিংস, দুপুর ১:৩০, ঢাকা
৩ জানুয়ারি- খুলনা টাইগার্স বনাম ঢাকা ক্যাপিটালস, সন্ধ্যা ৭:০০, ঢাকা
১০ জানুয়ারি- খুলনা টাইগার্স বনাম দুর্বার রাজশাহী, দুপুর ২:০০, সিলেট
১২ জানুয়ারি- খুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্স, দুপুর ১:৩০, সিলেট
১৩ জানুয়ারি- খুলনা টাইগার্স বনাম রংপুর রাইডার্স, সন্ধ্যা ৬:৩০, সিলেট
১৬ জানুয়ারি- খুলনা টাইগার্স বনাম চিটাগং কিংস, সন্ধ্যা ৬:৩০, চট্টগ্রাম
১৯ জানুয়ারি- খুলনা টাইগার্স বনাম দুর্বার রাজশাহী, সন্ধ্যা ৬:৩০, চট্টগ্রাম
২২ জানুয়ারি- খুলনা টাইগার্স বনাম ফরচুন বরিশাল, সন্ধ্যা ৬:৩০, চট্টগ্রাম
২৩ জানুয়ারি- খুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্স, সন্ধ্যা ৬:৩০, চট্টগ্রাম
২৭ জানুয়ারি- খুলনা টাইগার্স বনাম ফরচুন বরিশাল, দুপুর ১:৩০, ঢাকা
৩০ জানুয়ারি- খুলনা টাইগার্স বনাম রংপুর রাইডার্স, দুপুর ১:৩০, ঢাকা
১ ফেব্রুয়ারি- খুলনা টাইগার্স বনাম ঢাকা ক্যাপিটালস, দুপুর ১:৩০, ঢাকা। 

খুলনা টাইগার্স স্কোয়াড-

নাসুম আহমেদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাইম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল অংকন, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়। 

মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), ওশানে থমাস (ওয়েস্ট ইন্ডিজ), লুইস গ্রেগরি (ইংল্যান্ড), মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান)।

Details Bottom
Details ad One
Details Two
Details Three