Image

পার্থে বোলারদের দাপট, ১৫০ এ অলআউট হয়েও এগিয়ে ভারত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পার্থে বোলারদের দাপট, ১৫০ এ অলআউট হয়েও এগিয়ে ভারত

পার্থে বোলারদের দাপট, ১৫০ এ অলআউট হয়েও এগিয়ে ভারত

পার্থে বোলারদের দাপট, ১৫০ এ অলআউট হয়েও এগিয়ে ভারত

বহুল প্রতীক্ষিত বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরু হয়েছে আজ (২২ নভেম্বর)। পার্থ স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার প্রথম টেস্টের ১ম দিনে ছিল বোলারদের দাপট। ভারতকে ১৫০ রানে গুটিয়ে দিয়েও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। ৬৭ রান স্কোরবোর্ডে জমা করতেই যে নেই স্বাগতিকদের ৭ উইকেট। 

টসে জিতে আগে ব্যাট করতে নামে ভারত। ওপেনার যশস্বী জয়সাওয়ালের মত শুন্য হাতে ফেরেন তিনে নামা দেবদূত পাডিকালও। জশ হ্যাজেলউডের ২য় শিকার হয়ে আউট হওয়া ভিরাট কোহলি করতে পারেননি ৫ রানের বেশি। 

ওপেন করতে নেমে লোকেশ রাহুল ক্রিজে থিতু হবার ইঙ্গিত দিলেও ২৬ রানে ফিরতে হয় তাঁকে। যদিও তাঁর কট বিহাইন্ডের আউট নিয়ে আছে বিতর্ক। রাহুল ফেরার পর টিকতে পারেননি ধ্রুব জুরেল (১১) ও ওয়াশিংটন সুন্দর (৪)। ৭৩ রানেই ৬ উইকেট হারিয়ে বসে ভারত। 

সেখান থেকে ৪৮ রানের জুটি গড়েন রিশাব পান্ট ও নিতিশ কুমার রেড্ডি। খ্যাপাটে ব্যাটিংয়ে ৭৮ বলে ৩৭ রান করেন পান্ট। টেস্ট ক্রিকেটে প্রথমবারের মত পান্টকে সাজঘরে ফেরান প্যাট কামিন্স। 

 

এরপর নিতিশ কুমার রেড্ডি দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করে দলকে ১৫০ অব্দি নিয়ে যান। অজিদের পক্ষে ৪ উইকেট নেন হ্যাজেলউড। সমান ২ টি করে শিকার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শের। 

বল হাতে দাপট দেখানো অজিরা ব্যাট করতে নেমে পড়ে বিপাকে। ভারতীয় অধিনায়ক জাসপ্রীত বুমরাহর বোলিংয়ের জবাবই যেনো ছিল না তাঁদের কাছে। দিনের খেলা শেষ হবার আগে ৬৭ রান তুলতে ৭ উইকেট হারায় তাঁরা। ৭ উইকেটের ৪টিই নেন বুমরাহ। ১০ ওভার বল করে কেবল ১৭ রান খরচ করেন তিনি। 

 

মোহাম্মদ সিরাজ ২ ও হারশিত রানা ১ টি উইকেট নেন। ১৯ রান নিয়ে অ্যালেক্স ক্যারি ও ৬ রান নিয়ে মিচেল স্টার্ক ২য় দিনের খেলা শুরু করবেন। অজিরা এখনো ভারতের প্রথম ইনিংসের রানের চেয়ে পিছিয়ে ৮৩ রানে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three