Image

ম্যাচের সেরা বোলার সাকিব, তবুও হারল তার দল বাংলা টাইগার্স

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ম্যাচের সেরা বোলার সাকিব, তবুও হারল তার দল বাংলা টাইগার্স

ম্যাচের সেরা বোলার সাকিব, তবুও হারল তার দল বাংলা টাইগার্স

ম্যাচের সেরা বোলার সাকিব, তবুও হারল তার দল বাংলা টাইগার্স

হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। আবু ধাবি টি-টেন লিগে নিজেদের প্রথম ম্যাচে মরিসভিলে স্যাম্প আর্মির কাছে ৬ উইকেটের পরাজয় বরণ করেছে বাংলা টাইগার্স। দল হারলেও পারফরম্যান্সে নিজের নামের প্রতি সুবিচার করেছেন সাকিব।

বৃহস্পতিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলা টাইগার্স। দলীয় ২১ রানে আমির হামজার বলে হজরত বিলালের হাতে ক্যাচ দিয়ে ৫ রান করে ফিরে যান লুকমান ফয়সাল। তারপর ধীরেসুস্থে ওয়ানডে মেজাজে ব্যাট চালাতে থাকেন হজরতউল্লাহ জাজাই ও দাসুন শানাকা। 

মরিসভিলের বোলাররা উইকেট নিতে না পারলেও রান তোলার গতি কমে যায় বাংলা টাইগার্সের। তবে পরবর্তীতে তা পুষিয়ে দেন এই দুই ব্যাটার। জাজাই অপরাজিত থাকেন ২৬ বলে ৩৫ রান করে। অন্যদিকে ২৭ বলে ৬২ রানের মাইলফলক গড়েন শানাকা। তার ইনিংসে ছিলো ৪ টি চার ও ৬ টি ছাক্কা। নির্ধারিত ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে বাংলা টাইর্গার সংগ্রহ করে ১০৬ রান। ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি সাকিব আল হাসান। 

১০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা মরিসভিলের ২ টি উইকেট তুলে নেন অধিনায়ক সাকিব আল হাসান। বল করতে এসেই ২৯ রানে ডু প্লেসিসকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন তিনি। পরবর্তীতে সাকিবের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হন অধিনায়ক রোহান মুস্তাফা। সাকিব অবদান রাখেন একটি রান আউটেও। 

তবে সাকিবের অসাধারণ বোলিং সত্ত্বেও ডু প্লেসিসের ২৯, জ্যাক ট্যালরের ২৭ এবং করিম জানাতের ১৫ রানের উপর ভর করে ৩ বল হাতে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় মরিসভিলে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three