মিকাইল লুইসের ব্যাটে ধীরে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
মিকাইল লুইসের ব্যাটে ধীরে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
মিকাইল লুইসের ব্যাটে ধীরে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার ১ম টেস্ট। ১ম দিনের ১ম সেশন নিজেদের করে নিয়েছিল সফরকারী বাংলাদেশ। তবে ২য় সেশনে টাইগারদের প্রাপ্তি কেবল ১ রান আউট, উইন্ডিজদের এগিয়ে নিচ্ছেন মিকাইল লুইস।
১ম দিনের ১ম সেশনে ২৩ ওভারে ৫০ রান স্কোরবোর্ডে জমা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ তুলে নিয়েছিল ২ উইকেট। উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও তিনে নামা কেসি কার্টির উইকেট তুলে নেন তাসকিন আহমেদ।
২৫ রানের মাথায় ২য় উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজকে আশা দিচ্ছিল ওপেনার মিকাইল লুইস ও চারে নামা কাভেম হজের জুটি। লাঞ্চের পরও দলকে এগিয়ে নিচ্ছিলেন দুজন। তবে কাভেম হজ রান আউটে কাটা পড়েন। ৬৩ বলে ২৫ রান আসে তাঁর ব্যাট থেকে। ততক্ষণে ফিফটি পূর্ণ করে ফেলেন মিকাইল লুইস।
পাঁচে নামা আলিক অ্যাথানেজ চালিয়ে খেলার চেষ্টা করলেও টাইগার বোলারদের আঁটসাঁট বোলিংয়ে তেমন সুবিধা করে উঠতে পারছিলেন না। মিকাইল লুইস অবশ্য সেট হবার পর রান তোলার গতি বাড়ান।
যদিও ১ম সেশনের চেয়ে ধীরগতিতেই ২য় সেশনে রান তোলে স্বাগতিকরা। ৩১ ওভারে আসে কেবল ৬৬ রান। ১৬৬ বলে ৭১ রান নিয়ে ৩য় সেশনে ব্যাট করতে নামবেন মিকাইল লুইস। ৪৯ বলে ১৩ রান নিয়ে আলিক অ্যাথানেজ।