Image

ছিটকে গেছেন রিস টপলি, জানাল ইংল্যান্ড ক্রিকেট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ছিটকে গেছেন রিস টপলি, জানাল ইংল্যান্ড ক্রিকেট

ছিটকে গেছেন রিস টপলি, জানাল ইংল্যান্ড ক্রিকেট

ছিটকে গেছেন রিস টপলি, জানাল ইংল্যান্ড ক্রিকেট

ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচ গুলো থেকে ছিটকে গেছেন ইংলিশ পেসার রিস টপলি। বৃহস্পতিবার ইংল্যান্ড ক্রিকেটের অফিসিয়াল ফেইসবুক পেইজে একটি বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়। এবং জানানো হয় পুনর্বাসন প্রক্রিয়ার জন্য দেশে ফিরে যাবেন তিনি।

ইংল্যান্ডের ফাস্ট বোলার রিস টপলি বার্বাডোসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ইনিংসের পঞ্চম ওভারে তৃতীয় বল করার পর পা পিছলে হাঁটুতে আঘাত পান। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। আবার খেলা শুরু হলে বোলিং চালিয়ে যাওয়ার চেষ্টা করেন টপলি। যদিও সেটা আর সম্ভব হয়নি। বাকি খেলায় আর অংশ নিতে পারেননি । এই কারণে মিস করেন দ্বিতীয় টি-টোয়েন্টি ও। ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য শুক্রবার লন্ডনে টপলির স্ক্যান করা হবে।

 

We're all with you, Toppers ❤️ Reece Topley has been ruled out of the remainder of the T20I series against West Indies through injury, and is to fly home from St Lucia. 🌴 #WIvENG 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 | #EnglandCricket

Posted by England Cricket on Thursday, November 14, 2024

ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে যাওয়া ছাড়াও আরো ২ দিন আগে আচরণ বিধি লঙ্ঘনের জন্য আরো দুঃসংবাদ পেয়েছেন টপলি। পায়ে চোট পেয়ে যখন তিনি মাঠ ছেড়ে প্যাভিলিয়নের সিঁড়ি বেয়ে উঠছিলেন, তখন একটি চেয়ার তুলে সিঁড়ির পাশের হাতলে আঘাত করে তা ভেঙে ফেলেন।

আইসিসির আচরণবিধি ভঙ্গের শাস্তি হিসেবে টপলির ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ২৪ মাসের মধ্যে এটিই প্রথম ডিমেরিট পয়েন্ট টপলির। ২ বছরের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞায় পড়তে হবে সেই খেলোয়াড়কে। 

এদিকে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ৩ টি তে জিতে ইতোমধ্যে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। সিরিজের বাকি ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ নভেম্বর।

Details Bottom