Image

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে শান্ত, ফিরে আসছেন দেশে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে শান্ত, ফিরে আসছেন দেশে

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে শান্ত, ফিরে আসছেন দেশে

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে শান্ত, ফিরে আসছেন দেশে

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কুঁচকির চোটে ভুগছেন। যা তাকে শারজাহতে সিরিজের শেষ ওয়ানডে এবং এই মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ থেকে ছিটকে দিয়েছে। ফলে স্কোয়াডের সাথে না থেকে দেশে ফেরত আসছেন শান্ত। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে নেতৃত্ব পেলেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।  

আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে সংযুক্ত আরব-আমিরাতে গিয়ে একের পর এক চোট বাংলাদেশ শিবিরে। মুশফিকুর রহিমের পর এবার ছিটকে গেলেন অধিনায়ক শান্ত। শুধু এই সিরিজই নয়, শান্ত খেলার বাইরে থাকবেন উইন্ডিজে টেস্ট সিরিজেও। 

নাজমুল হোসেন শান্ত গত শনিবার দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন, পরে অবশ্য আর মাঠে নামতে পারেননি। পরবর্তীতে, এমআরআই স্ক্যানে চোটের পরিমাণ নিশ্চিত হয় বিসিবি।
 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র চিকিৎসক ডাঃ দেবাশিস চৌধুরী শান্তর ইনজুরির আপডেট জানিয়েছেন, 'শান্ত'র গতকাল শারজায় এমআরআই করা হয়েছে। আমরা টিম ফিজিওর রিপোর্ট এবং স্ক্যান রিপোর্ট পেয়েছি, যা তার বাম কুঁচকিতে গ্রেড II স্ট্রেন নিশ্চিত করেছে। এর জন্য বিশ্রাম এবং পুনর্বাসনের প্রয়োজন।'

'শান্ত আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে বাদ পড়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও দলের বাইরে থাকবেন। আমরা দুই সপ্তাহ পর তার অবস্থা পুনর্বিবেচনা করব। তিনি তার পুনর্বাসন চালিয়ে যেতে সংযুক্ত আরব-আমিরাত থেকে দেশে ফিরে আসবেন।'

Details Bottom
Details ad One
Details Two
Details Three