অ্যারেরন জোন্সকে আইসিসির সকল ক্রিকেট থেকে নিষিদ্ধ করল আইসিসি

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
অ্যারেরন জোন্সকে আইসিসির সকল ক্রিকেট থেকে নিষিদ্ধ করল আইসিসি

অ্যারেরন জোন্সকে আইসিসির সকল ক্রিকেট থেকে নিষিদ্ধ করল আইসিসি

অ্যারেরন জোন্সকে আইসিসির সকল ক্রিকেট থেকে নিষিদ্ধ করল আইসিসি

যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের মিডল-অর্ডার ব্যাটার অ্যারেন জোন্সকে সব ধরনের ক্রিকেট থেকে শর্তসাপেক্ষে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এটি ২৮ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। 

জোন্সের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে, যা আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টি-করাপশন কোড লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত। অভিযোগগুলি মূলত ২০২৩–২০২৪ সালের বার্বাডোসে অনুষ্ঠিত BIM10 লিগ এর সঙ্গে জড়িত। জোন্সের ১৪ দিনের মধ্যে এই অভিযোগের জবাব দেওয়ার সময় রয়েছে।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা তৎক্ষণাৎ কার্যকর, এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জোন্স কোনো ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারবেন না।
নিউ ইয়র্কে জন্ম নেওয়া জোন্স বার্বাডোসে বড় হয়েছেন এবং শাই হোপ ও জেসন হোল্ডারের মতো খেলোয়াড়দের সঙ্গে খেলেছেন। তার শুরুর বছরগুলোতে তিনি নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়েলের মতো তারকাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

২০১৭ সালে বার্বাডোসের হয়ে ডোমেস্টিক ক্রিকেট খেলার পর জোন্স মার্কিন ক্রিকেটের জন্য পুরোপুরি মনোনিবেশ করতে যুক্তরাষ্ট্রে চলে আসেন। তারপর থেকে তিনি জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। 

এখন পর্যন্ত জোন্স ৫২টি ওয়ানডে এবং ৪৮টি টি-টোয়েন্টিখেলেছেন, যার মধ্যে ওয়ানডেতে ১,৬৬৪ রান (একটি সেঞ্চুরি সহ) এবং টি-টোয়েন্টিতে ৭৭০ রান করেছেন।